এমন ঘটনা বড় একটা দেখা যায়না। কিন্তু সেটাই ঘটল শুভ মঙ্গল জাদা সাবধান সিনেমা নিয়ে। বলিউডে তৈরি সিনেমার কদর বিশ্বের অনেক রাষ্ট্রের মত মরু রাষ্ট্রে যথেষ্ট। কিন্তু সেই সংযুক্ত আরব আমিরশাহী এবং দুবাইতে ব্যান করা হল এই সিনেমার প্রদর্শন। এখানে এই সিনেমা মুক্তি পাবেনা। প্রযোজকরা তাদের জানিয়েছিলেন যদি ২ জন পুরুষের মধ্যে চুম্বনের দৃশ্য নিয়ে তাদের আপত্তি থাকে তাহলে তাঁরা তা বাদ দিয়ে প্রদর্শনে প্রস্তুত। কিন্তু তাতেও না করে দিয়েছে ইউএই প্রশাসন।
সিনেমায় আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র-র মধ্যে চুম্বনের দৃশ্য রয়েছে। সেই দৃশ্য বাদ দিতে প্রস্তুত ছিলেন প্রযোজকেরা। তাতেও আপত্তি কেন? ইউএই জানিয়ে দিয়েছে, তাদের আপত্তি কোনও একটা দৃশ্যে ২ পুরুষের চুম্বন নিয়ে নয়, তাদের আপত্তি পুরো সিনেমার বিষয়বস্তু নিয়ে। যেখানে সমকামিতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের বিষয় প্রদর্শন তাদের দেশে নিষিদ্ধ।
শুভ মঙ্গল জাদা সাবধান সিনেমাটি তৈরিই হয়েছে ২ পুরুষের ভালবাসাকে সামনে রেখে। ছোট্ট শহরের ২ যুবকের প্রেম এই সিনেমায় হাসির মোড়কে উপস্থিত। প্রসঙ্গত বিশ্ব জুড়েই নানা দেশে সমকামিতা ও সমকামী বিবাহকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। বিষয়বস্তুটি সে অর্থে যথেষ্ট প্রাসঙ্গিক। সেখানে ইউএই-তে এই সিনেমার প্রদর্শনে নিষেধাজ্ঞা কিছুটা অবাক করেছে অনেককে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা