এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে পথ হারিয়ে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী
অভিনয়ের ফাঁকে কটাদিন অবসর পাওয়া গিয়েছিল। তাই অন্যত্র বেড়াতে না গিয়ে বরং তিনি বেরিয়ে পড়েছিলেন ট্রেকিংয়ে। একদম সোজা এভারেস্টে।
অভিনয়ের টানা শিডিউলের ফাঁকে কিছুটা সময় বার করে তিনি বেরিয়ে পড়েছিলেন। একদম সোজা পৌঁছে গিয়েছিলেন কাঠমান্ডু। সেখান থেকে তিনি কিছুটা পথ গাড়িতে গিয়ে তারপর ট্রেকিং করেন। ঠিক করেন এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছবেন তিনি।
সেটাও সহজ কথা নয়। বরফের চাদরে পা রেখে পাকা পর্বতারোহীর মতই ট্রেক করতে হয়। উপরের দিকে উঠতে থাকাটা সহজ নয়। তারমধ্যে প্রকৃতির বিরূপ রূপও প্রত্যক্ষ করতে হয়।
এরমধ্যেই ৭ দিন ধরে টানা ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছতে হয়। ১৬ কিলোমিটার পথ পাহাড়ে এভাবে ট্রেক করা মানে পদে পদে বিপদকে সঙ্গী করে এগিয়ে চলা।
এভারেস্ট বেস ক্যাম্প সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে পৌঁছনোর পর এবার ফেরার পালা। সেই ফেরার পথেই পড়তে হয় তুষারপাতের মধ্যে।
এভারেস্টের মত জায়গায় তুষারপাতের মুখে পড়াটা মোটেও ভাল খবর ছিলনা জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা খান্ডুরির জন্য। এই সুন্দরী অভিনেত্রী টিভিতে বলবীর রিটার্নস-এর পরিচিত মুখ। একটি সিরিজেও অভিনয় করেছেন শ্বেতা।
শ্বেতা জানিয়েছেন, তুষারপাতের জেরে পথ হারিয়ে ফেলেন তিনি। ফেরার পথ ঠিক কোনটা তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেননা। সে সময় আতঙ্ক পেয়ে বসে তাঁকে।
অবশ্য অন্যদের সাহায্যে পরে শ্বেতা ফেরার পথ খুঁজে পান। সেই পথেই ফেরেন তিনি। এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত তাঁর এই ট্রেকিং অভিজ্ঞতা তিনি ভুলতে পারবেননা বলেই জানিয়েছেন অভিনেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা