নিজের বক্ষবাস নিয়ে বিতর্কিত মন্তব্যে এবার ক্ষমা চাইলেন অভিনেত্রী
তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। বোঝায় কোনও ভুল হয়েছে। তবে যদি তাঁর বক্তব্য কারও ভাবাবেগে আঘাত করে থাকে তবে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন। জানালেন অভিনেত্রী।
তিনি যা বলেছেন তাতে ভগবান বলতে তিনি তাঁর সহ অভিনেতার কথা বলতে চেয়েছিলেন। যিনি শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছিলেন। তিনি নিজে ভগবানে বিশ্বাসী। তাই ভগবানকে নিয়ে কোনও মন্তব্য করা তাঁর উদ্দেশ্য ছিলনা।
তবে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি কখনওই এমন কিছু বলার চেষ্টা করেননি। তবু তাঁর বক্তব্যের জন্য কারও ভাবাবেগে যদি আঘাত লেগে থাকে তবে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন।
এভাবেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ছোট পর্দার সুন্দরী অভিনেত্রী হিসাবে শ্বেতার যথেষ্ট সুনাম আছে।
হালে শ্বেতা একটি কাজ করছেন যেখানে তাঁর সঙ্গে যিনি অভিনয় করছেন সেই সৌরভ রাজ জৈন শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন।
কথা বলতে গিয়ে শ্বেতা কদিন আগে বলেছিলেন, তাঁর বক্ষবাস বা ব্রা-এর মাপ নিচ্ছেন ভগবান। আর একথা বলার পর দেশজুড়ে হৈচৈ শুরু হয়। শ্বেতার বক্তব্যের কড়া ভাষায় সমালোচনা আছড়ে পড়ে।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পুলিশকে এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শ্বেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। এফআইআর দায়ের হতেই এবার ক্ষমা দেয়ে নিলেন শ্বেতা। বোঝানোরও চেষ্টা করলেন আদপে তাঁর বক্তব্যে ভগবান বলতে ঈশ্বর নন, শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করা তাঁর সহ অভিনেতার কথা বলতে চেয়েছিলেন।
তবে তাঁর ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ক্ষোভে জল পড়ল কিনা তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা