মহিলাদের ঋতুস্রাব বা পিরিয়ড এক স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু তা নিয়ে ভারতে এখনও অনেক মহিলার মধ্যেই একটা জড়তা রয়েছে। বিষয়টি বাইরে কাউকে জানাতেও তাঁরা লজ্জিত বোধ করেন। এছাড়া নানা ধরণের সামাজিক বাধা নিষেধ, অনেক কিছু থেকে এই সময় দূরে থাকা, এমন বিভিন্ন বিষয় তো এখনও ভারতে রীতিমত প্রচলিত। সবচেয়ে বড় সমস্যা হয় ঋতুস্রাবের সময় স্বাস্থ্যের দিকে নজর রাখা। পরিচ্ছন্নতা বজায় রাখা। যাতে কোনও শারীরিক সংক্রমণ বা অন্য সমস্যা মহিলাদের আক্রান্ত করতে না পারে সেদিকে নজর রাখা। কিন্তু অনেক মহিলাই এসব বিষয়ে বিশেষ ওয়াকিবহাল নন। ঋতুস্রাবের সময় তাঁদের কী করা উচিত এবং কী করা উচিত নয় সে সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে এক উদ্যোগে এবার সামিল হলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি।
একটি স্যানিটারি প্যাড সংস্থা মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি গান তৈরি করছে। যার মধ্যমণি হচ্ছেন শ্বেতা ত্রিপাঠি। তিনি নিজেও চান মহিলাদের উচিত পুরনো ধ্যানধারণা ছেড়ে ঋতুস্রাবের সময় নিজেদের শরীরের যত্ন নেওয়া। আর কীভাবে তা করবেন সে সম্বন্ধে জানা। মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগে সামিল হতে পেরে স্বভাবতই খুশি শ্বেতা।
শ্বেতার মতে, নারীরা এখন বিশ্বের সর্বত্র নিজেদের জায়গা করে নিচ্ছেন। মহিলাদের প্রতি সহানুভূতি দেখানোর মানসিকতা ঝেড়ে ফেলে তাঁরা এগিয়ে চলেছেন। এইসব মহিলাদের ঋতুস্রাবের সময়ের সচেতনতা বৃদ্ধি করতে চান তিনি নিজেও। শ্বেতা ত্রিপাঠি টেলিভিশনের পরিচিত মুখ। একটি তামিল সিনেমাও করেছেন তিনি। কার্গো নামে একটি সিনেমায় অভিনয় করছেন শ্বেতা। সিনেমাটি এখনও তৈরি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা