বিরল সম্মানে ভূষিত হলেন বাঙালি অধ্যাপক শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। মেক্সিকো সরকার স্প্যানিশ ভাষায় তাঁর অবদান ও মেক্সিকোর সংস্কৃতি নিয়ে তাঁর কাজের জন্য অধ্যাপক গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিল মেক্সিকোর সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মেক্সিকান অর্ডার অফ দ্যা অ্যাজটেক ঈগল’। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্প্যানিশ এন্ড ল্যাটিন আমেরিকান স্টাডিজের বিভাগীয় প্রধান এবং দেশের অন্যতম হিস্প্যানিস্ট শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায় হলেন প্রথম ভারতীয় শিক্ষা ব্যক্তিত্ব যিনি এই বিরল সম্মান পেলেন। দিল্লিতে ইন্ডিয়ান অ্যাকাডেমিক সেন্টারে তাঁর হাতে সোনালি রঙের সেই সম্মানপত্র তুলে দেন ভারতে কর্মরত মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া।
এর আগে ২০১১ সালে পেরুর সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছিলেন এই বাঙালি অধ্যাপক। স্প্যানিশ ভাষার প্রসারে তাঁর উদ্যোগের কথা গোটা ল্যাটিন আমেরিকাতেই প্রসিদ্ধ। তাঁকে এই কাজের এক অন্যতম স্তম্ভ বলে ব্যাখ্যা করেন মেক্সিকোর রাষ্ট্রদূত। তাঁর ৪০ বছরের শিক্ষা জীবনে ২৫টি বই লিখেছেন অধ্যাপক শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)