বৃষ্টিতে বেড়ানো বরবাদ হলে টাকা ফেরত, অফারে বাজিমাত হোটেলের
বেড়াতে গিয়ে বৃষ্টি হলে ঘোরার পরিকল্পনা ভেস্তে যায়। এদিকে হোটেলের টাকাটাও অযথা খরচ হয়। সেখানেই এক অভিনব অফার দিল এক হোটেল।
বিলাসবহুল হোটেলে থাকার খরচ এখন অনেক। ১ দিনের জন্য মোটা টাকা খরচ করতে হয় অনেক জায়গায়। বেড়াতে যেতে হলে অনেকে এই অর্থ খরচ করেন হোটেলের পিছনে।
কিন্তু যেখানে ঘুরতে গেছেন সেখানে যদি বৃষ্টি নামে। অল্প বৃষ্টি হলে ক্ষতি নেই। কিন্তু টানা বৃষ্টি হলে তো ঘোরা অনেক সময়ই বরবাদ হয়ে যায়। তখন হোটেলের খরচটাও অযথা গুনতে হচ্ছে বলে মনে হয় সকলের।
এসব কথা মাথায় রেখে একটি হোটেল বৃষ্টি নেমে তাদের কোনও অতিথির ঘোরা নষ্ট হলে ১ রাতের খরচ অতিথিদের ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই অফারে শর্তও আছে।
শর্ত হল হোটেলের সুইটে থাকা অতিথিরাই এই সুযোগ পাবেন। হোটেলটিতে অবশ্য ৪ ধরনের সুইট রয়েছে। জুনিয়র সুইট, ওয়ান বেডরুম সুইট, অ্যাম্বাসেডর সুইট এবং প্রেসিডেন্সিয়াল সুইট।
সবচেয়ে খরচ কম জুনিয়র সুইটের। এক রাতের খরচ ভারতীয় মুদ্রায় ৫২ হাজার টাকার মত। সিঙ্গাপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের অফারে এও জানিয়েছে যে বৃষ্টি হতে হবে কমপক্ষে ২ ঘণ্টা তবেই এই অফার প্রযোজ্য হবে।
সকাল ৮টা থেকে সন্ধে ৭টার মধ্যে ১২০ মিনিট বৃষ্টি হলে তবেই সুইটের অতিথিরা এই সুযোগ পাবেন। ফেরত অবশ্য নগদে হবেনা।
হোটেল একটি ভাউচার দেবে। সেখানে ১ রাতের খরচ বাদ দিয়ে দেওয়া হবে বলে লেখা থাকবে। সেই ভাউচার আবার ইস্যু হওয়ার পর ৬ মাস পর্যন্ত বৈধ।
প্রসঙ্গত সিঙ্গাপুরে কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়। তা জেনেই এই সুযোগ দিচ্ছে হোটেলটি। সংবাদমাধ্যম সিএনএন এই সংবাদটি সামনে আনার পর বিশ্বের বহু সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।