এ দেশে খালি বাড়িতে পোশাকহীন থাকলেও হতে পারে জরিমানা, মাথায় রাখতে হবে একটি শর্ত
বাড়িতে কেউ নেই। বা ঘরে কেউ নেই। কেউ চাইলে একার সঙ্গে পোশাকহীন অবস্থায় থাকতেই পারেন। কিন্তু এ দেশে একটি শর্ত না মানলে সেক্ষেত্রেও জরিমানা হতে পারে।

বাড়িতে কেউ না থাকলে বা ঘরের দরজা বন্ধ করে একা ঘরে নিজের সঙ্গে মানুষ পোশাকহীন অবস্থায় কাটাতেই পারেন। সেটা তাঁর ব্যক্তিগত ইচ্ছা। এমনকি সব পোশাক খুলে ফেলে পোশাক পরিবর্তন করতে পারেন। শরীরের যত্ন নিতে পারেন। প্রসাধনী মাখতে পারেন।
এমন অনেককিছুই তিনি করতে পারেন। সেটা তাঁর ইচ্ছা। তিনি তো কারও সামনে কিছু করছেননা। কিন্তু নিজের বাড়িতেও পোশাকহীন অবস্থায় কাটাতে গেলে এ দেশে কিছু শর্ত মাথায় রাখতে হয়।
সিঙ্গাপুরে একটি নিয়ম আছে। তা হল জনগণ যেখানে রয়েছেন সেখানে পোশাকহীন অবস্থা থাকলে তো জরিমানা বা কারাবাস হতেই পারে, কিন্তু বাড়িতে নিজের মত থাকাকালীনও তা হতে পারে।

কেউ হয়তো ভাবলেন তিনি নিজের বাড়িতে, নিজের ঘরে পোশাকহীন অবস্থায় থাকবেন তো কার কি! তা তিনি থাকতেই পারেন। কিন্তু সিঙ্গাপুরে থাকলে তাঁকে মাথায় রাখতে হবে যে বাড়িতে পোশাকহীন অবস্থায় থাকাকালীন একান্তে থাকলেও জানালা দিয়ে বা জানালার কোনও ফাঁক দিয়ে বা দরজার ফাঁক দিয়েও তাঁকে যেন অন্য কেউ দেখতে না পান।
এজন্য পোশাকহীন অবস্থায় থাকার ইচ্ছা হলে ঘরের প্রতিটি জানালা প্রথমে ভাল করে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে। কারণ যদি বাইরে থেকে তাঁকে পোশাকহীন অবস্থায় দূর থেকেও ঘরে ঘুরতে দেখা যায় তাহলেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। এমনকি কারাবাসও হতে পারে।
তাই সিঙ্গাপুরে হোটেল হোক বা কোনও বাড়িতে যদি কেউ একাকীও ব্যক্তিগত পরিসরে পোশাকহীন অবস্থায় সময় কাটান, তাহলেও তাঁকে রীতিমত সতর্ক থাকতে হবে। পর্দা টানতে হবে। যাতে কেউ ফাঁক গলেও তাঁকে না দেখতে পান।