SciTech

শহরের রাস্তায় নিয়ম না মানলেই ধরবে রোবট

জনাকীর্ণ শহরের রাস্তায় বহু পথচারী নিয়ম মানেন না। যা সবসময় নজর রাখাও সম্ভব হয়না পুলিশের পক্ষে। এবার সেই কাজ করতে রাস্তায় ঘুরবে রোবট।

যে কোনও শহরেই পথচারীদের জন্য কিছু নিয়ম থাকে। যা তাঁদের মেনে চলতে হয়। এসব নিয়ম মানার কথা খাতায় কলমে থাকলেও তা অনেকেই এড়িয়ে যান। অনেকেই সেসব নিয়মের তোয়াক্কা করেননা।

সব সময় তা নজরে রাখাও প্রশাসনের পক্ষে সম্ভব হয়না। তাহলে কি এই নিয়ম না মানা চলতেই থাকবে? কত পুলিশ নামানো সম্ভব এসব দেখার জন্য? তাহলে দেখবে কে? উত্তর এবার এসে গেল।


মানুষের পক্ষে সবদিকে নজর রাখা সম্ভব না হলেও রোবটের নজর এড়ানো সম্ভব নয়। এমনই ২ রোবট এবার রাস্তায় নামল।

সিঙ্গাপুরকে বলা হয় বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর। মধ্য সিঙ্গাপুরে দিনভর বহু মানুষের ভিড় লেগে থাকে। সেখানেই এবার নেমেছে ২টি রোবট। নাম জেভিয়ার।


জেভিয়ার রাস্তায় পথচারীদের পাশে পাশেই ঘুরে বেড়াবে। রয়েছে ক্যামেরা। যা নজর রাখবে সকলের দিকে। পথচারীরা নিয়ম না মানলেই তা অ্যালার্ম পাঠাবে সংশ্লিষ্ট দফতরের কাছে। ছবিও পাওয়া যাবে। কে নিয়ম মানলেন না তাও জানতে পারবে কর্তৃপক্ষ। এরপর তারা যা ব্যবস্থা গ্রহণের তা করবে।

রাস্তায় যেখানে সেখানে সাইকেল রাখা, করোনা বিধি না মানা, সংরক্ষিত এলাকায় ধূমপান সহ এমন বেশ কিছু নিয়ম পালন না করলেই পথচারী পড়তে পারেন বিপদে।

তবে ২টি নজরদারি রোবট রাস্তায় নামলেও তা এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী দিনে আরও এমন রোবট রাস্তায় নামানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সিঙ্গাপুরের দেখানো এই পথ বিশ্বের অন্য শহর প্রশাসনও হয়তো আগামী দিনে গ্রহণ করবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button