পায়রাকে খাবার খাওয়ানোর অপরাধে ৩ লক্ষ টাকা গুনতে হল বৃদ্ধকে
পায়রাদের খাবার খাওয়ানোর রেওয়াজ দেশের বিভিন্ন প্রান্তেই আছে। কিন্তু পায়রাদের খাবার খাইয়ে যে ৩ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে তা কে ভেবেছিল।
পায়রাদের গম জাতীয় শস্যদানা খাওয়ানোর রেওয়াজ ভারতে নতুন নয়। অনেকে পায়রাদের গম ছড়িয়ে দেন। তারা এসে তা খেয়ে যায়। কেউ ছাদে ছড়ান। কেউ বাড়ির সামনের ফুটপাথে। কেউ পার্কে। কেউ আবার গ্রামের দিকে থাকলে ফাঁকা জমিতে ছড়িয়ে দেন শস্যদানা।
যাঁরা পায়রাদের বা পাখিদের খাবার খাওয়ান তাঁদের ভাল চোখেই নেন সাধারণ মানুষ। হৃদয়বান মানুষ হিসাবে তাঁদের সুখ্যাতিও হয়। কিন্তু সব জায়গায় যে পায়রা খাওয়ানো ভাল কাজ হিসাবে নেওয়া হয় এমনটা নয়।
যেমন এক ৬৭ বছরের বৃদ্ধ পায়রাদের পাউরুটি খাইয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়লেন। ভারতীয় মুদ্রায় তাঁকে প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে।
পায়রাদের খাওয়ানো আপাত দৃষ্টিতে কোনও অপরাধ না হলেও, সিঙ্গাপুরে কিন্তু পায়রাদের বন্য প্রাণ হিসাবই ধরা হয়। তাই সেখানে পায়রা বা এমন কোনও পাখিকে খাবার দেওয়া অপরাধ। বরং শহরে যাতে পায়রা কমে যায় সেটাই চায় সিঙ্গাপুরের প্রশাসন।
ভি রাজেন্দ্রন নামে ওই বৃদ্ধকে অবশ্য প্রথমে খাবার দিতে দেখে সতর্ক করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু তিনি সেই মানায় কর্ণপাত করেননি বলেই অভিযোগ। বরং সিঙ্গাপুরের বিভিন্ন পার্ক বা খোলা জায়গায় তিনি ১৫ বার পায়রাদের পাউরুটি খাইয়ে আইন ভেঙেছেন বলে অভিযোগ।
ফলে ভি রাজেন্দ্রনকে আদালতে পেশ করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মাথা পেতে নেন ভি রাজেন্দ্রন। তাঁর জরিমানা দিতেও আপত্তি নেই বলে জানিয়ে দেন ওই বৃদ্ধ।