কাঁকড়ার বিল দেখে রেস্তোরাঁয় বসেই পুলিশ ডাকলেন মহিলা
সব দেশের মানুষেরই অন্যতম প্রিয় একটি খাবার কাঁকড়া রেস্তোরাঁ রাঁধলে তার স্বাদ আরও ভাল হয়। রেস্তোরাঁয় এমন কাঁকড়া খেয়ে কিন্তু পুলিশ ডাকলেন এক অতিথি।
কাঁকড়া পৃথিবীর প্রায় সব দেশের মানুষেরই অন্যতম প্রিয় একটি খাবার। ভারতেরও বিভিন্ন প্রান্তে কাঁকড়া খাওয়ার চল রয়েছে। বিশেষত সমুদ্র তীরবর্তী এলাকায় তো বটেই। গোয়ায় কাঁকড়া পর্যটকদের অন্যতম আকর্ষণ। তেমনই ভারতের আশেপাশেও এমন কয়েকটি দেশ রয়েছে যা সমুদ্রের ধারেকাছেই। ফলে সেখানেও কাঁকড়ার জনপ্রিয়তা রয়েছে।
এমনই একটি রেস্তোরাঁয় খেতে ঢুকেছিলেন এক জাপানি মহিলা। সঙ্গে ছিলেন তাঁর ৩ বন্ধু। ওই রেস্তোরাঁর সেরা খাবারের একটি যে আলাস্কান কিং চিলি ক্র্যাব তা এক ওয়েটারই তাঁদের জানান।
ওয়েটারের কাছে শুনে মহিলা অর্ডারও দিয়ে দেন। সেই বড়সড় কাঁকড়া টেবিলে হাজির হওয়ার পর ৪ জনে মিলেও সেই কাঁকড়া শেষ করে উঠতে পারছিলেন না। তবু একটু চেপে খেয়ে শেষ হয় প্লেট। এবার আসে বিল। আর সেই বিল দেখে চক্ষু চড়কগাছ মহিলার।
সিঙ্গাপুরের ওই রেস্তোরাঁর বিলে কাঁকড়ার দাম লেখা ছিল প্রায় প্রায় ৭০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ হাজার টাকা। একটা কাঁকড়ার দাম ৭০০ ডলার! চমকে ওঠেন ওই মহিলা। রেগেও যান।
মহিলা জানান কেনার আগে কেন তাঁকে তাহলে বলা হল পদটির দাম ২০ ডলার! তিনি পুলিশও ডাকেন। যদিও যে ওয়েটার তাঁকে ডিশটি সম্বন্ধে জানিয়েছিলেন তিনি বলেন, তিনি এটাও বলেছিলেন যে ডিশটির প্রতি ১০০ গ্রামের দাম ২০ ডলার। আর সেখানে সাড়ে ৩ কেজির ওপর ওই ডিশের যা দাম হয় তাই ধরা হয়েছে।
রেস্তোরাঁ সাফ জানিয়ে দেয় তারা সঠিক দামই জানিয়েছিল। প্রবল বাকবিতণ্ডার পর অবশেষে ৮০ ডলারের মত ছাড় দিয়ে নতুন বিল তৈরি করে বিষয়টি রফাদফা হয়।
কিন্তু খবরটি চাপা থাকেনি। সিঙ্গাপুরের স্থানীয় সংবাদমাধ্যম তো বটেই, নিউ ইয়র্ক পোস্ট-এর মত নানা বিদেশি প্রথিতযশা সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়।