এসব প্রাণির রক্তের রং লাল নয়, বেগুনি হয়
রক্তের রং লাল। এটাই সকলের জানা। কিন্তু পৃথিবীতে ব্যতিক্রমের অভাব নেই। আর তা রক্তের রংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কয়েকটি প্রাণির রক্তের রং বেগুনিও হয়।
যে কোনও প্রাণির রক্ত লাল হয়। মানুষেরও তাই। এটাই সকলের জানা। কিন্তু এমনও কিছু প্রাণি এ পৃথিবীতে বিরাজ করছে যাদের রক্তের রং লাল নয়। কয়েকটি এমন প্রাণি রয়েছে যাদের রক্তের রং বেগুনি হয়। আর তাদের রক্তের রং যে বেগুনি তা তাদের গা দেখেও বোঝা যায়।
তাদের রক্তের রং তাদের গায়েও প্রকাশ পায়। এদের দূর থেকে দেখলে বেগুনি রংয়ের দেখতে লাগে। কিন্তু রক্তের রং তো লাল। এদের বেগুনি কীভাবে? কাদেরই বা বেগুনি রক্ত বইছে শরীরে?
এদের বেগুনি রক্ত তৈরি হয় রেসপিরেটরি পিগমেন্ট হেমারিথ্রিন থেকে। এই হেমারিথ্রিন রক্তে অক্সিজেনকে বেঁধে রাখতে সাহায্য করে। সমুদ্রে এমন কিছু অমেরুদণ্ডী প্রাণি রয়েছে যাদের রক্তের রং বেগুনি।
পিনাট ওয়ার্ম নামে একধরনের পোকা হয় যাদের রক্তের রংও বেগুনি হয়। ব্র্যাকিওপড নামে একটি প্রাণির রক্তও বেগুনি হয়। এদের বেশিরভাগই কেঁচোর মত দেখতে হয়।
কিলবিল করা পোকাদের ভিড়ে নজর দিলেই বোঝা যায় এদের গায়ের রং বেগুনি। তাদের রক্ত বেশ প্রকাশ পায় তাদের পাতলা ত্বকের শরীরে। প্রধানত অমেরুদণ্ডী কিছু প্রাণির মধ্যেই এই বেগুনি রক্ত দেখতে পাওয়া যায়।
তবে ঠিক কি কারণে বেগুনি তার বিস্তারিত কারণ জানতে এখনও কিছু গবেষণার দরকার রয়েছে। বৈজ্ঞানিক দিক বাদ দিলে এ এক আশ্চর্য সাধারণ মানুষের কাছে যে কোনও প্রাণির রক্ত লাল নয়, বেগুনি।