৭ হাজার বছর আগে সেদিন কি ঘটেছিল, উত্তর হাতড়াচ্ছেন বিজ্ঞানীরাও
৭ হাজার বছর আগের কথা। সে সময় এমন কি ঘটেছিল যার সন্ধান পেতে মরিয়া গবেষকেরা। হাতড়ে বেড়াচ্ছেন উত্তর। ঘটনাস্থল দেখে বাকরুদ্ধ বিজ্ঞানীরাও।
ঐতিহাসিক নিদর্শনের খোঁজে এবং সঠিক ইতিহাসের খোঁজে বিশ্বজুড়ে অনেক জায়গাতেই খননকার্য চলে। সেখানে প্রত্নতাত্ত্বিকরা এমন অনেক নিদর্শনও পান যা ইতিহাসকে সত্যিই বদলে দেয় বা অজানা ইতিহাসকে জানতে সাহায্য করে।
এমনই একটি গণকবরের খোঁজ মিলল মাটি খুঁড়ে। যে কবরটি উদ্ধার হয়েছে সেখানে অনেক কঙ্কাল একসঙ্গে পাওয়া গিয়েছে।
গণকবর যখন তখন কঙ্কাল পাওয়াটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু যেটা বিজ্ঞানীদের অবাক করছে সেটা হল কঙ্কালগুলির অবস্থা।
কোনও কঙ্কালেরই মুণ্ড নেই। অর্থাৎ গলা কেটেই তাঁদের সেখানে কবর দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। এমন ৩৮টি কঙ্কাল ওই গণকবর থেকে উদ্ধার হয়েছে। যার মধ্যে ১টি বাদে অন্য সব কঙ্কালের মাথাটা নেই।
স্লোভাকিয়ায় এই খননকার্য হয়। সেখানেই মেলে এই গণকবরের খোঁজ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখার পর মনে করছেন মৃতদেহ থেকে গলা কেটে নেওয়া হয়। তারপর গণকবর দেওয়া হয়।
কেবল ১টি দেহ থেকে মুণ্ড কাটা হয়নি। সেটি একটি ছোট্ট শিশুর। কী ঘটনা সেদিন ঘটেছিল তা অজানাই। তবে মুণ্ড কেটেই কবরে ফেলা হয়েছিল বলে মনে করছেন গবেষকেরা।
নৃতত্ত্ববিদরা মনে করছেন এই গলা কাটার ঘটনা মধ্যযুগীয় এক বর্বরতার ঘটনা। যা ওই সময় ওই এলাকায় হয়েছিল। কাটা হয়েছিল কুড়ুল জাতীয় কোনও ধারাল অস্ত্র দিয়ে।