একদিকে গ্যালারি, অন্যদিকে মাঠ, ফুটবল স্টেডিয়ামের মধ্যে দিয়ে যায় ট্রেন
বিশ্বে একটি এমন স্টেডিয়াম রয়েছে যার মাঝখান দিয়ে একটি ট্রেন রুট চলে গেছে। ফলে মাঝেমধ্যেই সেখান দিয়ে ট্রেন চলাচল করে।
ফুটবল স্টেডিয়ামের গ্যালারিতে বসে কেউ ফুটবল ম্যাচ দেখছেন। এমন সময় চমকে উঠলেন ট্রেনের আওয়াজে। তাও আবার স্টিম ইঞ্জিনের আওয়াজে। তারপর দেখলেন গ্যালারির গা দিয়ে পাতা রেললাইন ধরে একটি ট্রেন এগিয়ে আসছে।
ট্রেনের লাইনটি পাতা ঠিক মাঠ আর গ্যালারির মাঝখানে। খেলা খেলার মত চলতে থাকে। দর্শকদেরও তেমন কোনও অসুবিধা হয়না। তাঁরা ট্রেন যখন যায় তখন ট্রেন দেখার জন্য এবং খেলা দেখার জন্য অনেক সময় দর্শকাসনে দাঁড়িয়ে পড়েন।
স্লোভাকিয়ার সিয়েরনা হ্রন রেলওয়ের একটি ভিন্টেজ ট্রেন মাঝে মাঝে একটি ফুটবল স্টেডিয়ামের মধ্যে দিয়ে পাতা রেললাইন ধরে যায়। সে সময় খেলা হলে তা চলতে থাকে।
ট্রেনের স্টিম ইঞ্জিন তার খান তিনেক কামরা নিয়ে নিজের মত চলে যায়। এটি ন্যারোগেজ রেললাইন ধরে যাতায়াত করে। যা কার্যত দর্শকদের একটা বাড়তি পাওনাও।
কারণ খেলা দেখার পাশাপাশি এমনভাবে স্টেডিয়ামের মধ্যে দিয়ে ট্রেন যাওয়া বেশ উপভোগই করেন তাঁরা। বিশ্বে আর এমন কোনও স্টেডিয়াম নেই যার মধ্যে দিয়ে এভাবে ট্রেন যাতায়াত করে।
ফলে সেদিক থেকে স্টেডিয়াম বা এখানে হওয়া খেলার চেয়েও বেশি আকর্ষণীয় এই ট্রেন যাওয়া। সেজন্যই বিশ্ব ওই স্টেডিয়ামটিকেও চিনেছে।
এর ভিডিও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও অবাক। তাঁরা বিশ্বাসই করতে পারেননা একটি স্টেডিয়ামের মাঝখান দিয়ে ট্রেন যেতে পারে।