সিনেমা জগতে পা রাখার জন্য যদি কেউ আসেন, আর তাঁর যদি আগে থেকেই একটা অরক্ষিত মানসিকতা কাজ করে, তবে তাঁর সেই অরক্ষিত মনটাকে আরও খারাপ জায়গায় নিয়ে যাবে এই জগত। গায়ের চামড়া যাঁদের পাতলা, তাঁদের জন্য এই জগত নয়। চামড়া মোটা না হলে এই ইন্ডাস্ট্রিতে টেকা মুশকিল। ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতারই কুমিরের চামড়া। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন অভিনেত্রী সোহা আলি খান।
তাঁর পরিবারের সকলেই নামজাদা। শর্মিলা ঠাকুর, সইফ আলি খান, করিনা কাপুর খান বা পতৌদি। সেই পরিবারের মেয়ে তিনি। সিনেমা জগতে পা রাখার জন্য সেভাবে যাকে স্ট্রাগল করা বলে তা তাঁকে করতে হয়নি। তবু ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ৪০ বছরের সোহা। অনেক সিনেমায় অভিনয় করেছেন। ১৫ বছর হল সিনেমা জগতে কাজ করছেন তিনি।
সোহা মনে করিয়ে দেন কিছুই সঙ্গে যায়না। সবকিছুরই একটা শেষ আছে। একদিন স্টারডমও শেষ হয়। জীবনও শেষ হয়। সোহা বলেন, তিনি এমন অনেক বিখ্যাত মানুষের কথা জানেন যাঁদের সময় শেষ হওয়ার পর তাঁরা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেছেন। তাঁদের কথা আজ আর কেউ মনে রাখেনা। তাই সোহার পরামর্শ, স্টারডমের জন্য সবকিছু হারিওনা। জীবনে খুশি থাকাও গুরুত্বপূর্ণ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)