এক মহিলা পুরোহিত। আবার অধ্যাপিকাও। এমন গুণসম্পন্না শবরীর বিয়ে হয় একটি রক্ষণশীল পরিবারে। এই পরিবারের চলে তাঁর মানিয়ে নেওয়ার পালা। আর এই নতুন পরিবারে থাকতে থাকতে শবরী বুঝতে পারেন যে তাঁর জীবনের একটা দিক তাঁকে এই পরিবারের থেকে লুকিয়ে রাখতে হবে। এই প্লটকে সামনে রেখেই তৈরি হচ্ছে সিনেমা ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। চন্দ্রবিন্দু-র একটি গানের লাইন থেকে নেওয়া শিরোনাম নিয়ে সিনেমাটি বানাচ্ছেন অরিত্র মুখোপাধ্যায়।
কবীর সিং সিনেমাটি মনে আছে নিশ্চয়ই। সিনেমায় কবীর সিংয়ের খুব কাছের বন্ধুর চরিত্র করেন বাঙালি অভিনেতা সোহম মজুমদার। সোহম ছিলেন কবীর সিংয়ের খুব ভরসার এক বন্ধু। সেই সোহম এবার বাংলা সিনেমায় পা রাখতে চলেছেন। আর তাঁর সেই বাংলা সফর শুরু হচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমা দিয়ে।
পুরনো ভাবনা চিন্তা, পুরনো ছুৎমার্গ, ধ্যানধারণার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই তৈরি হচ্ছে ব্রহ্মা জানেন গোপন কম্মটি। সিনেমায় আছেন ঋতাভরী চক্রবর্তীও। পরিচালকের মতে, সিনেমাটি ভারতের সব মহিলার কাছে একটা বার্তা পৌঁছে দেবে। তাঁদের সিনেমাটি দেখার পর পুরনো ছুৎমার্গ ত্যাগ করতে সাহায্য করবে। ৬ মার্চ সিনেমাটি হলে মুক্তি পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা