আস্তে আস্তে ঢাকা পড়ে গেল পূব আকাশে সবে উঁকি দেওয়া সূর্যের একটা কোণা। ঘড়িতে তখন ভোর ৬টা ৫ মিনিট। তারপর ধীরে ধীরে কালো অংশ সরতে শুরু করল। সাতটা বাজতে দশ নাগাদ পূর্ণ সূর্য ফের দেখা দিল স্বমহিমায়।
কলকাতা সহ দেশের বিভিন্ন অংশের মানুষ চাক্ষুষ করলেন আংশিক সূর্যগ্রহণের এই মহাজাগতিক দৃশ্য। ভারত সহ মোট ১৩টি দেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে আংশিক নয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণই পরিলক্ষিত হয়েছে।