সূর্যগ্রহণ আর কিছু সময়ের অপেক্ষা, কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য
সূর্যগ্রহণ শুরু হতে বেশি দেরি নেই। সকলেই চান সূর্যগ্রহণের মত মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে। কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময়।

দোলের দিন ছিল চন্দ্রগ্রহণ। মার্চের মধ্যভাগে হওয়া সেই মহাজাগতিক দৃশ্য অবশ্য ভারতের মানুষ দেখার সুযোগ পাননি। কারণ যখন গ্রহণ হয় তখন ভারতে ছিল সকালবেলা। এবার মার্চের শেষে পৌঁছে আকাশে ঘটবে আর এক মহাজাগতিক বিস্ময়। এবার সূর্যগ্রহণ।
তবে আংশিক। সম্পূর্ণ নয়, কেবল সূর্যের একটা অংশ ঢাকা পড়বে। পৃথিবী ও সূর্যের মাঝে যখন চাঁদ এসে পড়ে তখনই আংশিক বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঘটনা ঘটে।
এবার পৃথিবী ও সূর্যের মাঝখান দিয়ে এমনভাবে চাঁদ পার করবে যে সূর্যের পুরোটা নয়, কেবল একটা অংশ ঢাকা পড়বে। তাই আংশিক সূর্যগ্রহণ হবে।
জানা গেছে এই গ্রহণ এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা থেকে দেখা যাবে। তবে অধিকাংশ মহাদেশের সর্বত্র এটা দৃশ্যমান হবেনা।
যেমন এশিয়ায় দেখা গেলেও শনিবারের এই আংশিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা। যদিও এশিয়ার কিছু অংশ থেকে এটা দৃশ্যমান হবে। চাঁদ এমনভাবেই সূর্যের সামনে দিয়ে চলে যাবে যে ভারত থেকে তা দেখাই যাবেনা।
ভারত থেকে সূর্য চাঁদে ঢাকা পড়ছে না। এটা পুরোটাই অবস্থানের ওপর নির্ভর করে। তাই মার্চে চন্দ্রগ্রহণের পর আংশিক সূর্যগ্রহণও ভারতের মানুষের জন্য অধরাই থেকে গেল। তবে পৃথিবীর অন্য অনেক অংশ এটা ভালভাবে দেখার সুযোগ পাবে।