গ্রহণ দেখায় গ্রহণ মেঘ, অধরা বিরল দৃশ্য
সূর্যগ্রহণ যথা সময়ে শুরু হয়ে শেষ হল। কিন্তু এ রাজ্যের বহু মানুষই বঞ্চিত হলেন গ্রহণ দেখা থেকে।
কলকাতা : বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে সারা দেশেই রবিবার সকাল থেকে একটা সাজো সাজো রব ছিল। হরিয়ানা বা উত্তরাখণ্ডের আকাশ থেকে সবচেয়ে ভাল দেখা যাওয়ার কথা থাকলেও দেশের অন্য অংশ থেকে সম্পূর্ণ বলয়গ্রাস না হলেও অনেকটাই ঢাকা পড়ার কথা ছিল সূর্যের। তাই সেই বিরল দৃশ্য দেখতে সব বয়সের মানুষই উৎসাহে ফুটছিলেন। চিন্তাও ছিল। মেঘ সব মাটি করবে নাতো? আখেরে সেই আশঙ্কাই সত্যি হল।
কলকাতায় এদিন গ্রহণ শুরু হয় ১০টা ৪৬ মিনিটে। ততক্ষণে অবশ্য জয়পুর, দিল্লি, কুরুক্ষেত্র, হিসার সহ বিভিন্ন জায়গা থেকে ছবি আসতে শুরু করেছে। গ্রহণ সেখানে শুরু হয়ে গিয়েছিল। সূর্য ঢাকা পড়ছিল। চাঁদের ছায়া এসে পড়ছিল পৃথিবীতে। এদিন ছিল বলয়গ্রাস গ্রহণ। যা ভারতের হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে সবচেয়ে ভাল দেখা যাওয়ার কথা ছিল। হয়েছেও তাই। কিন্তু কলকাতায় বেলা বাড়তেই আকাশে মেঘের সঞ্চার শুরু হয়। আর ঠিক গ্রহণের সময়ে মেঘে ঢেকে যায় আকাশ।
অনেকেই ফিল্টার চশমা হাতে বা অন্যভাবে আকাশে চোখ রাখেন ঠিকই কিন্তু তখন মেঘের আস্তরণ পুরু হতে শুরু করেছে। তারমধ্যেই অবশ্য ২ একবার মেঘ কেটে সামান্য রোদের ঝিলিক চোখে পড়েছে। আর সেই সময়েই আশ মেটানোর জন্য আকাশে চোখ রাখেন মানুষজন। তবে তা ক্ষণিকের জন্যই সম্ভব হয়েছে। বরং এদিন ২টো ১৭ মিনিট পর্যন্ত চলা গ্রহণের মাঝে অনেক জায়গাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কালো মেঘে ছেয়েছে আকাশে। ফলে আশ মিটিয়ে সূর্যগ্রহণ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ এবার কার্যত হাতছাড়া হল কলকাতা সহ রাজ্যের একটা বড় অংশের মানুষের।