মহালয়ার দিন বলয়গ্রাস সূর্যগ্রহণ, কখন কোথায় দেখা যাবে রিং অফ ফায়ার
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন। চাঁদ এমনভাবে সূর্যের সামনে আসবে যে দেখা যাবে রিং অফ ফায়ারের মহাজাগতিক বিস্ময়।
চলতি বছরের শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে মহালয়ার দিন। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে তবে চাঁদের চাকতি একটু ছোট হবে সূর্যের চেয়ে। ফলে কালো চাকতির চারধার দিয়ে একটি আংটির মত অগ্নিগোলক দেখতে পাওয়া যাবে।
এমন বলয়গ্রাস সূর্যগ্রহণ বিশ্বজুড়ে রিং অফ ফায়ার নামে পরিচিত। যা দেখার জন্য মুখিয়ে থাকেন মানুষজন। পুরো সূর্যগ্রহণটি প্রায় ৬ ঘণ্টা স্থায়ী হবে। একটি সময় দেখা যাবে রিং অফ ফায়ার।
ভারতীয়রা কি এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন? ভারতের কোন অংশ থেকে এটা দেখা যাবে? কখন দেখা যাবে? অবশ্যই এগুলো সবচেয়ে বড় প্রশ্ন।
এই সূর্যগ্রহণ ভারতীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে শুরু হবে। শেষ হবে মাঝরাতে রাত ৩টে ১৭ মিনিটে। এ থেকে পরিস্কার যে ভারত থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণের অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ থাকছে না।
এই মহাজাগতিক বিস্ময় দেখার সুযোগ থেকে বঞ্চিতই হতে হচ্ছে ভারতীয়দের। এই বলয়গ্রাস সবচেয়ে ভাল দেখা যাবে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে। এছাড়া প্রশান্ত মহাসাগরের একটা অংশ থেকেও এই রিং অফ ফায়ার দেখার সুযোগ থাকছে।
বছরের শেষ সূর্যগ্রহণটা দেখার সুযোগ থেকে ভারতীয়রা বঞ্চিত হচ্ছেন। প্রসঙ্গত বলয়গ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যের একদম সামনে এসে পড়ে।
এসময় চাঁদকে সূর্যের চাকতির চেয়ে ছোট চাকতি দেখায়। তবে সাধারণভাবে আকাশে যে চাঁদ সকলে দেখতে পান, তার চেয়ে গ্রহণের সময় চাঁদের চাকতিকে একটু বড়ই মনে হবে।