৮০ হাজার বছরে একবারই দেখা যায়, কবে দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময়
তাকে দেখা যায় বটে, তবে ৮০ হাজার বছরে একবার। পৃথিবী থেকে তাকে খালি চোখে দেখার সুযোগটা তাই কার্যত মহাজাগতিক বিরলতম বিস্ময় হিসাবেই ধরা দিতে চলেছে।
৮০ হাজার বছর আগের পৃথিবী তাকে দেখেছিল। সেটাই শেষবার। আবার দেখা যেতে চলেছে আগামী শুক্রবার। ৮০ হাজার বছর পর সে ফিরে এসেছে পৃথিবীর ধরাছোঁয়ার মধ্যে।
আগামী শুক্রবার থেকে তাকে দেখা যাবে ঠিকই, তবে ৪ দিনের জন্য। সোমবার পর্যন্ত। এই ৪ দিন ভোরে সূর্য ওঠার আগে সে ধরা দেবে মানুষের চর্মচক্ষে।
তবে এই ৪ দিনে তাকে দেখার সুযোগ যদি হাতছাড়াও হয় তাহলেও সুযোগ শেষ হয়ে যাচ্ছেনা। ফের কয়েকদিনের মধ্যেই তার দেখা পাওয়া যেতে চলেছে। সেটা অবশ্য সন্ধেবেলা। কবে থেকে তা দেখা যাবে সে প্রসঙ্গে আসার আগে এটা জানা দরকার যে কাকে দেখা যাবে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, সুচিনশান-অ্যাটলাস নামে এই ধূমকেতুটি একবার পুরো প্রদক্ষিণে সময় নেয় ৮০ হাজার বছর। ফলে সে ফের সূর্যের কাছে এসেছে। শুক্রবার তার অবস্থান সূর্যের সবচেয়ে কাছে হতে চলেছে।
একটি উজ্জ্বল নক্ষত্রের মত ঝলমলে তারার পিছনে একটি লেজ। যেমন ধূমকেতু হয়। তেমনই তাকে দেখতে। পৃথিবীর মানুষ হ্যালির ধূমকেতু সম্বন্ধে জানেন। কিন্তু এটি তুলনায় অনেকটাই কম পরিচিত।
বিজ্ঞানীদের জানা থাকলেও সাধারণ মানুষের বিশেষ ধারনা ছিলনা এটা নিয়ে। তাকেই ফের ১০ অক্টোবরের পর থেকে সন্ধের আকাশে দেখতে পাওয়া যাবে। সূর্য ডোবার পরই পশ্চিম আকাশে নিচের দিকে তার দেখা মিলবে।
একটু ফিকে দেখাতে পারে। তবে দেখা যাবে। অন্তত এমনই আশ্বাস দিচ্ছেন বিশেষজ্ঞেরা। সেই যে কয়েকটা দিন দেখা যাবে, তারপর সে উধাও হয়ে যাবে। ফের ফিরবে ৮০ হাজার বছর পর। তখন অবশ্য মানবসভ্যতার কি হবে কারও জানা নেই।