চাঁদের মাথার মুকুট হবে অতি পরিচিত গ্রহ, কবে কখন দেখা যাবে এই বিরল দৃশ্য
চাঁদের মাথায় একটা গোলাকার মুকুটের মত জ্বলজ্বল করবে সে। আদপে সেটি একটি গ্রহ। অতি পরিচিত গ্রহ। যাকে এভাবে দেখতে পাওয়ার সুযোগ বিরল।
মহাজাগতিক ঘটনার বিরাম নেই। এমন কিছু ঘটেই চলেছে যা প্রতিমুহুর্তে মানুষকে বিস্মিত করে তুলতে পারে। তার সবকিছু খালি চোখে দেখা সম্ভব নয়। খালি চোখে তো সব গ্রহকেও আকাশে সহজে দেখা যায়না।
যাদের যায় তাদের আবার সাধারণ মানুষের পক্ষে চেনা মুশকিল। কেবল মঙ্গলগ্রহ বা শুক্রগ্রহ বাদ দিয়ে। কারণ এ ২টি গ্রহকে উজ্জ্বল রূপেই দেখা যায় পৃথিবী থেকে। তাও খালি চোখে।
তবে এবার এদের বাইরে গিয়ে শনিগ্রহকে দেখা যেতে চলেছে। যার সহজে এভাবে দেখা মেলা মুশকিল। যদি পাওয়াওয় যায় আকাশে তাহলে তাকে চেনা মুশকিল। যাঁরা মহাকাশ চর্চার সঙ্গে যুক্ত তাঁরা সহজে পারলেও আমজনতার তা সাধ্যের বাইরে।
নভেম্বরের ১০ তারিখ কিন্তু চাঁদের মাথায় মুকুটের মত দেখা দেবে শনিগ্রহ। চাঁদের মাথায় একটা ফুটকি দেখে আর তাকে চিনতে অসুবিধা হবেনা মানুষের। আর সেই সঙ্গে শনিগ্রহকে সহজেই দেখা হয়ে যাবে। যা অন্যসময় প্রায় অসম্ভব।
১০ নভেম্বর সন্ধে নামলে দক্ষিণ পূর্ব দিকে নজর রাখতে হবে। সেখানে দেখা দেবে চাঁদ। সেই চাঁদের মাথায় একটা ছোট্ট ফুটকির মত আলো দেখতে পাওয়া যাবে। সেটাই শনিগ্রহ। তবে সন্ধে হওয়ার পরই এই দৃশ্য প্রত্যক্ষ করা ভাল।
কারণ যত সময় গড়াবে, চাঁদ তার কক্ষে ঘুরতে ঘুরতে ততই দূরে সরে যাবে শনিগ্রহ থেকে। এ দৃশ্য কিন্তু সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকেই।