SciTech

দ্বিতীয় চাঁদকে হারাতে চলেছে পৃথিবী, কি হবে ৫৫ সালে

পৃথিবী তার দ্বিতীয় চাঁদকে হারাতে চলেছে। বেশ কিছুদিন চেনা চাঁদ ছাড়াও আর এক চাঁদকে নিয়ে সংসার করল পৃথিবী। তাও আবার মহাজাগতিক ঢিল ছোঁড়া দূরত্বে।

পৃথিবীর ১টি চাঁদ, মঙ্গলের ২টি চাঁদ এবং এমনভাবে সৌরমণ্ডলের গ্রহদের কার কটা চাঁদ তা ছোটদেরও পড়ার বই থেকে জানা হয়ে গেছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে তো আকাশে দিব্যি দেখতে পাওয়া যায়।

কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকে পৃথিবী ১টি নয়, ২টি চাঁদ নিয়ে সংসার করছিল। গত ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সংসারে যুক্ত হয়েছে আরও একটি চাঁদ। যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে। রয়েছেও খুব কাছে। মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে।


তাও তাকে খালি চোখে দেখা যাচ্ছেনা। এর কারণ আকৃতি। চাঁদের ব্যস হল ৩ হাজার ৪৭৬ কিলোমিটার। সেখানে এই ছোট্ট চাঁদের ব্যস মাত্র ১০ মিটার। ফলে তা এতটাই ছোট যে খালি চোখে তাকে দেখা অসম্ভব।

আকৃতি অনেকটা একটা বাসের মতন। এটি অবশ্য ক্ষণিকের অতিথি। ৫৩ দিনই তা পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তারপর তা পুরো একবার প্রদক্ষিণের আগেই ছিটকে যাবে পৃথিবীর কক্ষপথ থেকে।


কি এই দ্বিতীয় চাঁদ? এটি আদপে একটি গ্রহাণু। যা গত ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষে ঢুকে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে। এটি ৫৩ দিন প্রদক্ষিণ করার পর ২৫ নভেম্বর পৃথিবীর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যাবে।

তখন ফের পৃথিবীর সেই আদি অনন্ত একটি চাঁদ তাকে নিয়ম করে প্রদক্ষিণ করতে থাকবে। তবে পৃথিবী এই দ্বিতীয় চাঁদকে ফের ফিরে পাবে তার কক্ষে। এমন করেই সে ফের পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তবে তার জন্য ২০৫৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button