আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়
যাঁরা আকাশে চোখ রেখে মহাজাগতিক বিস্ময়ে অভিভূত হতে চান তাঁদের তৈরি থাকার সময় এসে পড়েছে। কখন কীভাবে দেখা যাবে এই অভিনব দৃশ্য।
মহাকাশে নানা বিস্ময় ঘটে চলেছে সর্বক্ষণ। তার কিছু হয়তো বিজ্ঞানীরা তাঁদের অতিশক্তিশালী সব টেলিস্কোপে নজর রেখে দেখতেও পাচ্ছেন। কিন্তু তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।
সাধারণ মানুষ যা সহজে দেখতে পাবেন এমন ঘটনা মহাকাশে খুব কমই ঘটে। যেমন একটি ঘটনা ঘটতে চলেছে শুক্রবার ও শনিবার রাতে।
এই সময় পৃথিবী সূর্য ও বৃহস্পতি গ্রহের মাঝখানে এসে পড়বে। একে বিজ্ঞানীরা বলেন জুপিটারস অপোজিশন। এই সময় বৃহস্পতিগ্রহ পৃথিবীর খুব কাছে অবস্থান করে।
ফলে সৌরমণ্ডলের এই গ্যাসীয় দানব গ্রহকে পৃথিবী থেকে অনেক উজ্জ্বল দেখায়। এই সময় বৃহস্পতি থাকে মাত্র ৬১১ মিলিয়ন কিলোমিটার দূরে। আরও সহজ করে বললে ৬১ কোটি ১০ লক্ষ কিলোমিটার দূরে। যা পৃথিবীর খুব কাছে চলে আসা।
সাধারণভাবে বৃহস্পতি পৃথিবী থেকে ৭১ কোটি ৪০ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে। তবে এই দূরত্ব কখনও বেড়েও যায় আবার কখনও কমেও যায়। যা ২ গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে। যেমন শুক্রবার তা পৃথিবীর খুব কাছে চলে আসছে।
রাতের আকাশের পূর্ব ও উত্তরপূর্ব দিকে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে। সূর্য অস্ত গেলে তাকে দেখা যাবে, আবার সূর্যোদয় হলে তা হারিয়ে যাবে।
তবে একদম খালি চোখে একে দেখা যাবেনা। দেখার জন্য একটি সাধারণ টেলিস্কোপ হলেই হবে। যাতে নজর রাখলে শুধু বৃহস্পতি নয়, তার ৪টি বৃহৎ উপগ্রহ গ্যানিমিড, আইয়ো, ক্যালিস্টো এবং ইউরোপা-কেও দেখতে পাওয়া যাবে। শুক্রবার ও শনিবার এই বিরল দৃশ্য দেখতে পাবেন পৃথিবীর মানুষ।