সন্ধে নামলেই আকাশের বুকে মহাজাগতিক বিস্ময়, এ সুযোগ ছাড়া যাবেনা
সন্ধে নামলে আকাশের বুকে দেখতে পাওয়া যাবে মহাজাগতিক বিস্ময়। যা না দেখা মানে এক অসামান্য অভিজ্ঞতার সুযোগ হাতছাড়া করা।
সন্ধে নামার অপেক্ষা। তারপরই আকাশের বুকে দেখা যাবে মহাজাগতিক বিস্ময়। বিশেষজ্ঞেরা বলছেন সূর্য অস্ত গেলেই আকাশের দিকে চাইলে দেখা পাওয়া যাবে তাদের। তাও আবার এক লাইনে। যেন একসঙ্গে প্যারেড করছে।
এ এক অসামান্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন মানুষ। জানুয়ারি ২১ থেকে জানুয়ারি ২৫ পর্যন্ত আকাশে এই বিস্ময় দেখতে পাওয়া যাবে। যাঁরা খালি চোখে দেখবেন তাঁরা একটা সুযোগ পাবেন। টেলিস্কোপ থাকলে আরও সুযোগ।
যাঁরা খালি চোখে দেখবেন তাঁরা ৪টি গ্রহকে এক লাইনে দেখতে পাবেন। শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনিগ্রহকে একসঙ্গে এক লাইনে দেখার সুযোগ পাওয়া যাবে শনিবার সন্ধে পর্যন্ত। আদপে ৬টি গ্রহ এক লাইনে থাকবে।
সেই তালিকায় ইউরেনাস ও নেপচুনও রয়েছে। কিন্তু তাদের খালি চোখে যাঁরা দেখবেন তাঁদের দেখার সুযোগ তেমন থাকবেনা। কিন্তু যাঁরা টেলিস্কোপে নজর রাখবেন তাঁরা একসঙ্গে ৬টি গ্রহকেই এক লাইনে দেখতে পাবেন। এ এক বিরলতম মুহুর্ত। যা দেখার সুযোগ কদিচ কখনওই আসে।
এখন প্রশ্ন হল সন্ধে নামলে আকাশের কোন দিকে নজর দিলে খালি চোখেই ৪ গ্রহের দেখা মিলবে? পূর্ব আকাশে নজর রাখলে দেখা যাবে মঙ্গলগ্রহকে।
দক্ষিণ পূর্ব আকাশের একদম মধ্যভাগে থাকবে বৃহস্পতিগ্রহ। আর শুক্র ও শনিগ্রহকে দেখা যাবে দক্ষিণ পশ্চিম আকাশে। এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রগ্রহকে।