সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা, সুবিধা হবে গ্রীষ্ম বর্ষায়
ফের মহাকাশ বিজ্ঞানে এক অন্য উচ্চতায় সাফল্য দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা। সূর্যের এক অজানা রহস্যের জট খুলে বিশ্বকে উপহার দিলেন তাঁরা।

সূর্যের এখনও অনেক কিছু অজানা। সেসব জানার চেষ্টায় ত্রুটি রাখছেন না বিজ্ঞানীরা। সূর্যের খুব কাছে পৌঁছে গেছে নাসার যান পার্কার। ভারতের আদিত্য এল১ পয়েন্ট থেকে সূর্যকে সারাবছর বাধাহীনভাবে পরীক্ষা করে চলেছে।
এবার ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর বিজ্ঞানীরা আরও এক নতুন বিষয় সামনে এনেছেন। তাঁরা সূর্যের এমন একটি দিকে আলোকপাত করেছেন এবং অব্যর্থ ভাবে আলোকপাত করেছেন যে তা বিশ্ব বন্দিত হয়েছে।
সূর্যের যে করোনা ছিদ্র রয়েছে সেখানকার তাপ ও চৌম্বকীয় ক্ষেত্রের ধ্রুবকগুলি সঠিকভাবে চিনিয়ে দিয়েছেন এই বিজ্ঞানীরা। যা আগামী দিনে সূর্যকে চিনতে ও সূর্য নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনায় বিশেষভাবে কাজে লাগবে। সূর্যের গতিবিধি চিনতেও এই আবিষ্কার বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
করোনাল ছিদ্র হল সূর্যের এক্স-রে বা অতিবেগুনি ছবির অন্ধকার অংশ। যেখানে একটি মুক্ত চৌম্বকীয় ক্ষেত্র বিরাজ করে। এটি সম্বন্ধে সঠিকভাবে জানতে পারলে মহাকাশের আবহাওয়া সম্বন্ধে জানতে সুবিধা হবে।
এতে ভারতের বিশেষ করে কি লাভ হতে পারে? ভারতীয় বিজ্ঞানীদের এই অজানাকে জানা ও সে সম্বন্ধে তথ্য হাতে পাওয়া আগামী দিনে দেশে গ্রীষ্ম বা বর্ষার গতিবিধি সম্বন্ধে আগাম জানতে সাহায্য করবে।
এছাড়া অনেক সময় যে মহাকাশের আবহাওয়ার কারণে কৃত্রিম উপগ্রহগুলি সমস্যার মুখে পড়ে সে সম্বন্ধেও আগাম খবর মিলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা