SciTech

আবার প্রায় ৬ লক্ষ বছর পর পৃথিবী থেকে দেখা যাবে তাকে

এ এক বিরল মুহুর্ত। যা এত উজ্জ্বল অবস্থায় নজর কাড়ল তা নাকি ফের পৃথিবীর মানুষের চোখে ধরা দেবে প্রায় ৬ লক্ষ বছর পর।

সূর্যের সবচেয়ে কাছে সে আসে গত ১৩ জানুয়ারি। তখন সূর্যের সঙ্গে তার দূরত্ব ছিল ১ কোটি ৩০ লক্ষ কিলোমিটার। এটাই তার সূর্যের সবচেয়ে কাছে আসা। সূর্যের সবচেয়ে কাছে থাকার দিনে তার উজ্জ্বলতা ছিল সবচেয়ে বেশি।

এরপর সে সৌরমণ্ডলে ফের হারিয়ে যাবে। দূরে চলে যাবে সূর্যের থেকে। যা সে যেতে শুরু করেছে। গত ২৪ জানুয়ারি চিলি-র আকাশে তাকে দারুণভাবে দেখতে পাওয়া যায়। যার ছবিও তোলা হয়। ক্রমে তার উজ্জ্বলতা ক্ষীণ হয়ে আসছে।


তবে তার লেজের কাছটা দেখা যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে। বৈজ্ঞানিকরা একে ডাকছেন সি/২০২৪ জি৩ বলে। তবে তার একটা অন্য নাম আছে। যে নামে তাকে সবাই চিনেছে।

এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে গ্রেট কমেট অফ ২০২৫। এটি কিন্তু অনেক আগে থেকেই পরিচিত এমনটা নয়। হ্যালির ধূমকেতুর মত পরিচিতি তার নেই।


কারণ তার কথাই জানা ছিলনা। জানা গেছে ২০২৪ সালে। গত বছর ৫ এপ্রিল তার কথা জানতে পারেন বিজ্ঞানীরা। এখন কিন্তু এটি বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।

এটি যে কক্ষপথে পাক খাচ্ছে তাতে তার ফের সূর্যের কাছে ফিরে আসতে প্রায় ৬ লক্ষ বছর দেরি আছে। তাই এটি একবার পৃথিবীর নজর থেকে হারিয়ে যাওয়ার পর ফের তাকে দেখা যাবে ৬ লক্ষ বছর পর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button