আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, এর একটা বিশেষ মানেও রয়েছে
রাতের আকাশে দেখা যেতে চলেছে এক অন্য চাঁদ। যাকে বলা হয় গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ আকাশে ওঠার কিন্তু বিশেষ অর্থ রয়েছে।

রাতের আকাশে এবার অন্য এক চাঁদকে দেখা যাবে। যাকে বলা হচ্ছে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদের বিশেষ মানে রয়েছে। যা চোখের সামনে ঘটে ঠিকই কিন্তু সাধারণ মানুষের নজরে পড়েনা। চাঁদের ক্ষেত্রেই এটা ঘটে।
এই বসন্তের গোলাপি চাঁদের পূর্ণিমায় তা পরিস্কার দেখা যায় আকাশে। কিন্তু তা দেখেও বুঝতে পারেননা মানুষ। কি জানেন? বছরের এই দিনে চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ফলে চাঁদকে কিছুটা ছোট এবং তার আলো অপেক্ষাকৃত হালকা হয়ে নজরে পড়ে।
এই সবচেয়ে দূরে থাকা চাঁদকেই গোলাপি চাঁদ বলা হয়। তার মানে কি চাঁদের গায়ে এই সময় গোলাপি রং ধরে? আদপেও তা হয়না। চাঁদ চাঁদের মতই থাকে। পূর্ণিমার চাঁদ যেমন গোলাকার হয় তেমনই। কিন্তু এটি সবচেয়ে দূরে থাকা চাঁদ, যা গোলাপি চাঁদ বলে খ্যাত।
যাকে বিদেশে অনেক জায়গায় মাইক্রোমুন বলেও ডাকা হয়। ক্ষুদ্র চেহারার চাঁদ বলার কারণই হল তা পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করা।
এদিন ভারতের নানা প্রান্তে হনুমান জয়ন্তী ধুমধাম করে পালিত হচ্ছে। এটা বৈশাখের দরজায় কড়া নাড়াও বটে। তবে এদিন যদি আকাশে পূর্ণিমার চাঁদের দিকে নজর করা যায় তাহলে পরিস্কার হয়ে যাবে সেটি তুলনায় কিছুটা আকারে ছোট লাগছে।
আরও পরিস্কার হবে আগে যখন চাঁদ পৃথিবীর কাছে অবস্থান করছিল সেই সময়ের তোলা ছবির সঙ্গে যদি এদিনের চাঁদের ছবির তুলনা করে দেখা হয়।