হেসে উঠবে রাতের আকাশ, কবে কখন দেখবেন এই বিরলতম মহাজাগতিক বিস্ময়
রাতের আকাশ হেসে উঠতে চলেছে। আকাশের দিকে তাকালেই সেই বিরলতম মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে পারবেন। এজন্য অপেক্ষা আর সামান্য সময়ের।

চাঁদের হাসি বাঁধ ভাঙতে চলেছে। কবির কল্পনা যেন ঘোর বাস্তব হয়ে দেখা দিতে চলেছে রাতের আকাশে। আকাশ হাসবে। একদম স্পষ্ট হাসি। আধুনিক জীবনে যাকে বলে স্মাইলি। সেই হাসিতে ভরে উঠতে চলেছে আকাশ।
আগামী ২৫ এপ্রিল এই মহাজাগতিক বিস্ময় দেখতে চলেছেন পৃথিবীর মানুষ। যা দেখতে হলে নজর রাখতে হবে ভোর হওয়ার ঠিক আগে পূর্ব দিগন্তের দিকে। পরিস্কার আকাশে পূর্ব দিগন্ত স্পষ্ট হলে এই বিরল দৃশ্য খালি চোখেই দেখা যাবে।
ফলে ২৫ এপ্রিল ভোরের ঠিক আগেই আকাশে নজর রাখতে হবে। এই সময় এই হাসির জন্ম দেবে শুক্রগ্রহ, শনিগ্রহ এবং এক ফালি চাঁদ। শুক্র ও শনিগ্রহ এমন জায়গায় অবস্থান করবে দেখে মনে হবে যেন ২টি চোখ।
আর তার কিছুটা নিচে ঠিক যেমন ভাবে মানুষের ২টি চোখের কিছুটা নিচে ঠোঁট থাকে সেইভাবে দেখা দেবে এক ফালি চাঁদ। ২টি চোখ আর এই এক ফালি চাঁদ তখন দেখে পরিস্কার মনে হবে আকাশ হাসছে।
এই বিরলতম মহাজাগতিক দৃশ্য খালি চোখে দেখা তো যাবে, তবে বাইনোকুলার বা টেলিস্কোপ হলে তা আরও কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যেতে পারে। ওইদিন আকাশে তারা খসার দৃশ্যও দেখা যাবে।
লিরিড মিটিওর শাওয়ার বা লিরিড উল্কা বৃষ্টি যখন সর্বোচ্চ পর্যায় ছোঁবে ঠিক তখনই পূর্ব দিগন্তে হেসে উঠবে চাঁদ। তবে অল্প সময়ের জন্যই এই বিরল দৃশ্য ধরা দেবে মানুষের চোখে।
পৃথিবীর সব প্রান্ত থেকেই এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। তাই এই বিস্ময় চর্মচক্ষে দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন না কেউই। তবে শর্ত একটাই। আকাশ মেঘে ঢাকা থাকলে হবেনা।