SciTech

অতিপরিচিত উপগ্রহে তেলের বৃষ্টি হয়, রয়েছে জ্বালানির মহাসমুদ্র

যেদিকে দুচোখ যাবে শুধু তেল আর তেল। পৃথিবীর মোট মজুতের কয়েকশো গুণ বেশি জ্বালানি রয়েছে এই সৌরজগতেরই একটি উপগ্রহে।

শুধু আনার অপেক্ষা। যদি একবার এই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল পৃথিবীতে আনা সম্ভব হয় তাহলে জ্বালানি তেলের দাম তলানিতে ঠেকবে। জ্বালানির কোনও অভাব থাকবে না পৃথিবীতে। জ্বালানি নেহাতই মামুলি ও অতি সহজলভ্য একটি বস্তুতে পরিণত হবে।

এই সৌরজগতে পৃথিবী থেকে কিছুটা দূরে ষষ্ঠ গ্রহ হিসাবে রয়েছে শনিগ্রহ। যার চারধারে বলয় দেখা যায়। সেই শনিগ্রহের সবচেয়ে পরিচিত উপগ্রহ হল টাইটান।


Titan
শনির উপগ্রহ টাইটান, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এই টাইটানই হল সৌরজগতের একমাত্র উপগ্রহ যার নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে। যেখানে প্রবল ঝড় বইছে প্রায় সারাক্ষণ। হচ্ছে বৃষ্টি। তবে সে বৃষ্টিতে জল পড়েনা। পড়ে তেল।

পৃথিবীতে যত তেল রয়েছে তার অন্যতম কারণ মিথেন। এই মিথেনে পরিপূর্ণ টাইটান। টাইটানে যে মেঘ জমে তা তরল মিথেন জমাট বেঁধে হয়। যা বৃষ্টির আকারে ঝরে পড়ে।


এতই বৃষ্টি হয় যে টাইটান জুড়েই অনেক নদী তো রয়েছেই, রয়েছে মহাসমুদ্রও। যা ভরে আছে তেলে। টাইটানে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল ভরে রয়েছে।

পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি রয়েছে তার শত শত গুণ বেশি তেল জমে আছে টাইটানে। যা পৃথিবীতে নিয়ে আসতে পারলে জ্বালানি কার্যত বিনামূল্যে বিতরণ করা সম্ভব হবে। যথেচ্ছ জ্বালানি খরচ করেও তা শেষ করা যাবেনা। কিন্তু টাইটান থেকে তেল পৃথিবীতে আনার কোনও রাস্তা এখনও বিজ্ঞানীরা বার করে উঠতে পারেননি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button