জানত না নাসাও, মহাকাশে নতুন হদিশ দেশের ৬ ছাত্র
মহাকাশে কত কিছুই তো রয়েছে যা অজানা। সব যে নাসা জানবে এমনটাও নয়। তেমনই মহাকাশের অজানার খোঁজ দিল দেশের ৬ ছাত্র।
একাদশ শ্রেণির ৬ ছাত্র কার্যত দুনিয়া জুড়ে হইচই ফেলে দিল। ভারতের এই ৬ ছাত্র এমন খোঁজ দিল যার অস্তিত্ব যে মহাকাশে রয়েছে তা জানা ছিলনা কারও। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা হিসাবে পরিচিত নাসারও নয়।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন নামে একটি মহাকাশে গ্রহাণু খোঁজার প্রতিযোগিতায় নেমেছিল বুলন্দশহরের বিদ্যাজ্ঞানের ৬ ছাত্র। সেই খোঁজ চালাতে গিয়ে তারা ১৭টি গ্রহাণু খুঁজে দিয়েছে। যা মহাকাশে যে ঘুরছে তা জানান দিল ওই ছাত্ররা।
এর মধ্যে মাত্র ৩টির হদিশ আগে থেকেই নাসার কাছে ছিল। বাকি ১৪টি সম্বন্ধে নাসাও জানতে পারল এই ৬ ভারতীয় ছাত্রের কাছ থেকে।
এখন জানার পর থেকে নাসা এগুলির গতিবিধির দিকে নজর রাখাও শুরু করেছে। মহাকাশ গবেষণায় ভারতীয় ছাত্রদের এই খোঁজ এক অবদান হিসাবেই দেখা হচ্ছে। এজন্য তারা নানা মহল থেকে প্রশংসিতও হয়েছে।
এই প্রতিযোগিতায় মোট ১৭টি দেশের ছাত্ররা অংশ নিয়েছিল। যার মধ্যে ভারত ছাড়াও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইজরায়েল, মেক্সিকো, বাংলাদেশের মত দেশের ছাত্ররা।
এই প্রতিযোগিতায় মোট ১ হাজারের মত গ্রহাণুর খোঁজ দিয়েছে ছাত্ররা। এই ১ হাজারের মধ্যে অনেক চেনা। কিছু অচেনা। তবে সব দেশের ছাত্রদেরই এই গ্রহাণু খোঁজার উৎসাহ ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য অবশ্যই এক খুব ভাল ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা