SciTech

অচেনা মঙ্গলের চাঁদ সম্বন্ধে চমকপ্রদ তথ্য হাতে এল বিজ্ঞানীদের

মঙ্গলের সম্বন্ধে এখন অনেক কিছু জানতে পারছেন বিজ্ঞানীরা। কিন্তু ততটাই অজানা মঙ্গলের চাঁদ। কিন্তু সেই মঙ্গলের চাঁদের এক অতি চমকপ্রদ তথ্য হাতে পেলেন বিজ্ঞানীরা।

লাল গ্রহ সম্বন্ধে জানতে বিজ্ঞানীরা যেভাবে উঠে পড়ে লেগেছেন তার ফল হিসাবে এখন মঙ্গলগ্রহ সম্বন্ধে অনেক কিছু শুধু জানাই যাচ্ছেনা, সেইসঙ্গে মঙ্গলগ্রহের মাটি, প্রান্তর, পাহাড়, পাথর এবং আরও অনেক কিছুর ছবিও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে মঙ্গলের ঝড়ের শব্দ।

মঙ্গলে প্রাণের উৎস সন্ধানও জোরকদমে এগোচ্ছে। কিন্তু মঙ্গল সম্বন্ধে যেমন প্রচুর তথ্য বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছচ্ছে, মঙ্গলের চাঁদ সম্বন্ধে কিন্তু তার ধারে কাছেও কিছু নেই।


মঙ্গলগ্রহের ২টি উপগ্রহ আছে। তারমধ্যে ছোটটির নাম ডিমোস। এই ডিমোস সম্বন্ধে তেমন প্রায় কিছুই তথ্য হাতে ছিলনা বিজ্ঞানীদের।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর পাঠানো একটি যান কিন্তু যাত্রাপথে এই ডিমোসের ছবি তুলে ফেলেছে। খুব কাছ থেকে এবং অতি শক্তিশালী ক্যামেরায় তোলা ছবি দেখে বিজ্ঞানীরা এক অজানা তথ্যও হাতে পেয়েছেন।


ডিমোস খুবই ছোট একটি প্রাকৃতিক উপগ্রহ। সব মিলিয়ে ১২.৪ কিলোমিটার। তার ছবি হাতে পাওয়ার পর বিজ্ঞানীদের ভুল ভেঙেছে।

বিজ্ঞানীরা মনে করছিলেন অন্য গ্রহাণুর মত ডিমোস-এর মাটিও কার্বনে ভরপুর হবে। কিন্তু তা একেবারেই নয়। বরং ডিমোসের মাটি হুবহু মঙ্গলের মাটির মত। মঙ্গলের মাটি যা, ডিমোসের মাটিও তাই। সেই তথ্যই হাতে এসেছে বিজ্ঞানীদের। ডিমোসের একটি দিকই সবসময় আলোকিত থাকে বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর এই মঙ্গল অভিযানের নেতৃত্ব যাঁরা দিচ্ছেন তাঁরা ডিমোস সম্বন্ধে আরও জানতে আরও কয়েকবার তাকে কাছে পেতে চাইছেন। যাতে তার আরও ছবি ও তথ্য সংগ্রহ করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button