দল যে সিদ্ধান্ত নেবে তা সকলে মেনে চলবে। এআইসিসি যে সিদ্ধান্ত নেবে তা সকলে মেনে চলবে। দল একক শক্তিতে লড়াই করবে। তাতে হার জিত যা হবে হবে। তাতে যাচাই করা যাবে দলের রাজনৈতিক ক্ষমতা। এদিন সাংবাদিক সম্মেলনে এভাবেই প্রদেশ কংগ্রেসের আগামী অবস্থান স্পষ্ট করে দিলেন নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন সোমেনবাবু বলেন, আঁতাত করতে গিয়ে পুরো ঘর ধ্বংস হয়ে যাক এটা তিনি চাননা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য থেকে রাজনৈতিক মহলের ধারণা, আগামী নির্বাচনে বামেদের সঙ্গে আঁতাতের রাস্তায় আর হয়ত হাঁটবে না কংগ্রেস। অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন যেভাবে তিনি বামেদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়েন বা তার পরেও বামেদের হাত না ছাড়ার কথা বলেছিলেন, এদিন কিন্তু কার্যত তার উল্টো সুরই শোনা গেল সোমেনবাবুর গলায়।