লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন সোমেন মিত্র। যা তিনি এর আগেও করেছেন। ১৯৯৮ সালেও তখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। রাজ্যে কংগ্রেস লোকসভা নির্বাচনে সেবার খারাপ ফল করে। সেই দায়ও নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ফের একবার তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে কংগ্রেস। সেটা লোকসভা নির্বাচনের মাত্র ৫ মাস আগের কথা। রাহুল গান্ধীই তাঁকে ওই পদে বসান।
সোমেন মিত্র পদত্যাগ করলেও তাঁর পদত্যাগ পত্র এখনও গ্রহণ করেনি এআইসিসি। সেখানেও এখন ডামাডোল। রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেস সভাপতি আর থাকছেন না। সভাপতি পদ থেকে পদত্যাগও করেছেন তিনি। এখনও সেই পদে অন্য কাউকে বসাতে পারেনি কংগ্রেস। সেই চেষ্টা চলছে। ফলে এখন সোমেনবাবুকে কাজ চালিয়ে যেতে হবে। যতদিন না নতুন সভাপতি আসছেন।
লোকসভা ভোটের ৫ মাস আগে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেন সোমেন মিত্র। রাহুল গান্ধীর অনুরোধেই তিনি এই দায়িত্ব নেন। সেই রাহুল গান্ধী নিজেই কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোয় তিনি যে নিরুৎসাহ হয়ে পড়েছেন তাও জানিয়েছেন সোমেন মিত্র। সোমেন মিত্র না হলে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব কার হাতে যেতে চলেছে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মুখে।