Entertainment

সে কি কথা, স্বামী জাহিরকে কামড়ে দিতে চান সোনাক্ষী সিনহা

তিনি নিজেই সেকথা জানিয়েছেন। স্বামী জাহিরকে কামড়ে দিতে চান তিনি। যে কোনও দিন কামড় খাবেন জাহিরকে। কেন এমন স্থির করেছেন সোনাক্ষী।

তিনি বলিউড তারকা। আবার তিনি বলিউড তারকার মেয়েও বটে। তিনি সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন সিনহার মেয়ে। সোনাক্ষী সিনহা জাহির ইকবালকে বিয়ে করার পর থেকে ২ জনে বিদেশে ছুটি কাটিয়েছেন। বেশ একটা হানিমুন পর্বের মধ্যে দিয়ে কাটছে তাঁদের জীবন।

এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী যা জানিয়েছেন তা জেনে অনেকেই হতবাক। সোনাক্ষী সাফ জানিয়ে রেখেছেন যে কোনও দিন তিনি জাহিরকে কামড়ে দেবেন।


স্বামীকে আচমকা কামড় দিতে যাবেন কেন? কি হয়েছে? তবে কি ঝগড়ার সৃষ্টি হয়েছে ২ জনের মধ্যে? মনোমালিন্য চরমে পৌঁছে গেছে? এর কোনওটাই নয়।

আসলে জাহির ইকবাল প্রায়ই সোনাক্ষীকে রাগিয়ে দেওয়ার জন্য এমন সব কাণ্ড করেন যাতে সোনাক্ষী ক্রমে রাগতে থাকেন। কেমন করে রাগান জাহির?


সোনাক্ষী নিজেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যেখানে দেখা গেছে জাহির সোনাক্ষীর মুখের সামনে হাত নিয়ে আসছেন ইচ্ছে করে। এতে সোনাক্ষীর রাগ বাড়ছে।

এভাবে তাঁকে উত্যক্ত করতে থাকলে জাহিরকে তিনি যে কোনও দিন কামড়ে দেবেন বলেও সোশ্যাল মিডিয়ায় আগাম জানিয়ে রেখেছেন সোনাক্ষী। বলা ভাল এখনও ২ জনের মধ্যে ভালবাসা, খুনসুটি পর্ব চলছে।

প্রসঙ্গত গতবছর জুন মাসে সোনাক্ষী ও জাহিরের চারহাত এক হয়। বিয়ে করার আগে অবশ্য ৭ বছর চলেছিল তাঁদের প্রেমপর্ব। সোনাক্ষী ও জাহির ২ জনই কেবল আত্মীয় পরিজনদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button