সুশান্তের মৃত্যু, ট্যুইটার থেকে বেরিয়ে গেলেন সোনাক্ষী সিনহা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে যে ঝড় তুলে দিয়েছে সেই ঝড়ের আঁচ পড়ল সোনাক্ষী সিনহার ওপরও। ট্যুইটার ছাড়লেন অভিনেত্রী।
মুম্বই : মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ১৫.৯ মিলিয়ন। সংখ্যায় ১ কোটি ৫৯ লক্ষ। অনেকের কাছেই ঈর্ষণীয়! এত ফলোয়ার থাকা বলিউডের প্রথমসারির নায়িকা সোনাক্ষী সিনহা ট্যুইটার ছাড়লেন। কারণ সেই সুশান্ত সিং রাজপুত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে স্বজনপোষণের বিষয়টি নিয়ে তোলপাড় ফেলে দিয়েছে। সেই ঝাপটা পড়ল সোনাক্ষীর ওপরও।
সোনাক্ষী সিনহা বলিউডের একসময়ের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে। এখানেও তাই স্বজনপোষণ সামনে এসেছে। সুশান্তের মৃত্যুর পর ট্যুইটারে সোনাক্ষী সিনহাকে অনেক নেটিজেনের ঝাপটা সামলাতে হয়েছে। তাই এবার ট্যুইটার থেকেই সরে দাঁড়ালেন সোনাক্ষী। সোনাক্ষী লিখেছেন, নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকতেই এই পদক্ষেপ। একটি লাইন যোগ করেছেন তিনি, আগ লগে বস্তি মে, ম্যায় আপনি মস্তি মে। অর্থাৎ যেখানে যা আগুন লাগার লাগুক, আমি আমার মত আনন্দে থাকব।
সোনাক্ষীর মতই নেটিজেনদের তোপের মুখে ট্যুইটার ছেড়েছেন অভিনেতা সাকিব সেলিম। বলিউডে বাবা-মা থাকলে তাঁদের সন্তানরা সুযোগ পাচ্ছেন। সুবিধা ভোগ করছেন। এই বিষয়টিকে নিয়েই স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে। সুশান্তের মৃত্যুর পর যা নিয়ে নেট দুনিয়ায় কার্যত তোপের মুখে পড়েছেন বাবা-মায়ের হাত ধরে বলিউডে পা রাখা অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা