স্বামীর কল্যাণ কামনায় স্ত্রী বিয়ের মঙ্গলচিহ্ন শরীরে ধারণ করেন। তাঁরা সিঁথিতে পরেন সিঁদুর। হাতে পরেন শাঁখাপলা। গলায় বাঁধেন মঙ্গলসূত্র। ভারতীয় বিবাহিত রমণীদের এমন সাজেই দেখতে অভ্যস্ত দেশবাসীর চোখ। নববধূ সোনম কাপুর যদিও এতদিনের ধারণা দিলেন ভেঙে। প্রচলিত প্রথা ভেঙে পবিত্র মঙ্গলসূত্র তিনি বাঁধলেন হাতের কব্জিতে! অভিনেত্রীর এবারের ফ্যাশন যদিও মন থেকে মানতে পারছেন না নেটিজেনদের একাংশ। এমনিতে স্টাইলিংয়ের বিষয়ে নতুন ট্রেন্ড তৈরিতে সিদ্ধহস্ত ব্যবসায়ী আনন্দ আহুজার নব্য ঘরণী। এই কারণে দেশবিদেশের ফ্যাশন বোদ্ধারাও তাঁর ভূয়সী প্রশংসা করে থাকেন। কিন্তু ৩২ বছরের অভিনেত্রীর নতুন অবতারে এবারে দ্বিধাবিভক্ত ইন্টারনেট দুনিয়া।
সম্প্রতি ট্যুইটারে সোনমের একটি পোস্টকে ঘিরেই সরগরম হয়ে উঠেছেন ট্রোল শিকারিরা। তাঁদের বেশিরভাগেরই বক্তব্য, লাল-সাদা পোশাকে অনিল কাপুরের মেয়েকে দুর্দান্ত স্টাইলিশ দেখাচ্ছে ঠিকই, কিন্তু কব্জিতে ব্রেসলেটের মত করে মঙ্গলসূত্র পরে সোনম ভারতীয় সংস্কৃতি ও বিবাহ নামক প্রতিষ্ঠানকে অপমান করেছেন তিনি। অভিনেত্রীর মঙ্গলসূত্র নিয়ে উদ্ভট স্টাইলিংয়ে কেউ কেউ প্রচণ্ড ক্ষুব্ধও। তাই ব্যঙ্গ করে সোনমকে মঙ্গলসূত্র নাকে বাঁধার পরামর্শ দিয়েছেন তাঁরা। বলিউডি নায়ক-নায়িকাদের জন্মকর্ম বিদেশে। তাঁদের ভারতের সংস্কৃতির প্রতি কোনও ভালবাসা নেই। তাই তাঁরা এবং বলিউড মিলে ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। ঐতিহ্য না মানলেও নিজের সুবিধেমত তা পাল্টানোর চেষ্টা করায় সোনমকে একহাত নিয়েছেন ট্যুইটারের নীতিবাগীশদের একাংশ। তবে এতসব ব্যঙ্গবাণ, কড়া কড়া কথার কোনটারই প্রত্যুত্তর দিতে দেখা যায়নি বলিউডের ‘নীরজা’-কে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)