ভূত বলে কিছু আছে কিনা সে প্রশ্ন বহুকালের। অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এমন কিছু হতেই পারেনা। তবু সব দেশেই কিন্তু ভূত, ভৌতিক, আধিভৌতিক বিষয় বহুকালের চর্চার বিষয়। পাশ্চাত্যে যেমন হ্যালোউইন উৎসব বিখ্যাত। এদিন কুমড়ো সাজানো হয় ভৌতিক সাজে। মানুষজনও হ্যালোউইনে ভূতের মত সেজে রাস্তায় ঘোরেন। পরিবারের সঙ্গে কাটান। ভৌতিক উৎসব হলেও এই উৎসবে মজাটাই আসল। পালন করাটাই আনন্দ। এখন আবার পাশ্চাত্যের সব উৎসবই থাবা বসিয়েছে প্রাচ্যের কিছু দেশে। যার সবচেয়ে বড় উদাহরণ হয়তো ভারত। ভারতেও এখন অনেকেই হ্যালোউইন পালন করে থাকেন।
হ্যালোউইনে ক্রমশ মাতছেন ভারতবাসী। আর দেশবাসীকে কোনও কিছুতে মাতাতে হলে সেলেব্রিটিদের এগিয়ে আসতে হয়। যেমনটা এগিয়ে এলেন বলিউড তারকা সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। দুজনেই মাতলেন হ্যালোউইনের আনন্দে। আর সাজলেন নয়া সাজে। তবে কোনও কিম্ভূত সাজে তাঁদের দেখা যায়নি। সোনম সাজলেন আনারকলির সাজে আর সেলিম সাজলেন আনন্দ। ভারতের ইতিহাসে অমর প্রেম কাহিনি যা আছে তারমধ্যে অন্যতম উদাহরণ সেলিম-আনারকলির প্রেম। সেই প্রেমই ধরা দিল সোনম-আনন্দের মধ্যে।
‘মুঘল-ই-আজম’ সিনেমায় দিলীপ কুমার হয়েছিলেন সেলিম আর মধুবালা ছিলেন আনারকলির ভূমিকায়। তাঁরা সিনেমায় যে সাজে সেজেছিলেন হুবহু সেই সাজে সাজলেন সোনম ও আনন্দ। তবে এই সাজেও ছিল ট্যুইস্ট। সিনেমায় আনারকলিকে লোহার মোটা মোটা চেনে বন্দি করা হয়েছিল। ঠিক তেমনই মোটা লোহার চেন দিয়ে বাঁধা ছিলেন সোনম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ করে তলায় ক্যাপশনে সোনম লিখেছেন মুঘল-ই-আজম সিনেমার বিখ্যাত গানের কথা, ‘যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া’! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা