মে মাসে পা দিতেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর কিছুদিন বাদেই হবু স্বামীর নামের আদ্যাক্ষরে রাঙিয়ে উঠতে চলেছে সোনম কাপুরের হাত। পেশায় শিল্পপতি আনন্দ আহুজার অর্ধাঙ্গিনী হতে চলেছেন দেশের ব্যস্ততম বলিউড অভিনেত্রী। শিখ ধর্মের বিবাহ রীতি মেনে শ্বশুরবাড়িতে পা রাখতে চলেছেন সোনম। এই নিয়ে তোড়জোড় চলছে মুম্বইয়ের জুহুতে অনিল কাপুরের বাংলোয়। ৮ মে জামাইবরণ করে ঘরে তুলতে হবে মেয়ের দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে। এত ব্যস্ততার মাঝে অতিথিদের বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে নিমন্ত্রণ সারা তাই প্রায় অসম্ভব। তাছাড়া আমন্ত্রণপত্র ছাপানো মানে তো কাগজের অপচয়, সবুজকে ধ্বংস করার নামান্তর।
এদিকে পাত্রী ঘোরতর প্রকৃতিপ্রেমী। তাঁর আবদারেই কাগজের আমন্ত্রণপত্র দিয়ে নিমন্ত্রণ সারার চিরাচরিত প্রথা বাদ দিতে হয়েছে। বদলে সবুজে মাখামাখি সুন্দর ৩টি ই-কার্ড দিয়ে ধীরে সুস্থে অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছে কাপুর পরিবার। সবুজের অপচয় হল না। আবার সময় ও টাকাও বাঁচল। সোনম ও আনন্দের বিয়ের অনুষ্ঠানের সেই অভিনব নিমন্ত্রণপত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আগামী ৭ মে মুম্বইয়ের বান্দ্রায় বসবে সোনমের মেহেন্দি ও সঙ্গীতের আসর। পরের দিন দুপুরে বান্দ্রার রকডেল আবাসনে অতিথিরা আসবেন মধ্যাহ্নভোজ সারতে। ঐদিন রাতে মুম্বইয়ের লীলা আবাসনে বিবাহবন্ধনে বাঁধা পড়বেন সোনম। তিনটে আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে পৃথক ডিজাইনের ৩টি কার্ড। তিনটি অনুষ্ঠানেই অতিথিদের পোশাক বিধির উল্লেখ আছে। সম্মানীয় অতিথিদের খালি হাতেই বিয়ের আনন্দানুষ্ঠানে যোগদান করার অনুরোধ জানিয়েছে কাপুর পরিবার।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)