শেষপর্যন্ত সাইকেলে ডিম, পাউরুটি বেচতে বার হলেন সোনু সুদ
শেষপর্যন্ত কিনা সাইকেলে করে ডিম, পাউরুটি বেচতে বার হতে হল অভিনেতা তথা পরোপকারী সোনু সুদকে! ভিডিও কিন্তু সেটাই বলেছে। তবে মোড়কটা অন্য।
করোনার ঢেউ যখন গত বছর আছড়ে পড়েছিল ভারতে তখন বহু পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে পরিবার নিয়ে পাড়ি দেন বাড়ির পথে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেন তাঁরা। অমানুষিক কষ্ট সহ্য করে কেউ পৌঁছন। অনেকে মাঝপথে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুও হয়।
সেই কঠিন সময়ে ব্যক্তিগতভাবে এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন অভিনেতা সোনু সুদ। নিজের খরচে কখনও বাস, কখনও বিমানে পরিযায়ী শ্রমিকদের অনেককে বাড়ি পাঠান তিনি। অনেক ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান পড়াশোনার খরচ দিয়ে।
সেই সোনু সুদ কিন্তু তাঁর এই পরোপকারি মনটা এখনও বাঁচিয়ে রেখেছেন। নিরন্তর কাজ করে চলেছেন এইসব মানুষদের পাশে দাঁড়াতে। এবার তিনি দাঁড়ালেন স্থানীয় বিক্রেতাদের পাশে।
গত বুধবার রাতে তিনি একটি ভিডিও পোস্ট করেন। যাতে দেখা গেছে সোনু একটি সাইকেলে ব্যাগ ঝুলিয়ে পাউরুটি, ডিম, চিপস সহ মুদির জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন সেগুলি বেচতে। যার নাম তিনি দিয়েছেন সোনু সুদ কি সুপারমার্কেট। কিন্তু কি এমন হল যে সোনু সুদকে এসব বেচতে বার হতে হল? ভিডিও-র সঙ্গে একটি বার্তা দেখলেই তা পরিস্কার হয়ে যাবে।
সোনু লিখেছেন যে এই সময় বিভিন্ন শপিং মল থেকে পাউরুটি, ডিম বা মুদির জিনিস না কিনে যদি স্থানীয় বিক্রেতাদের পাশে দাঁড়িয়ে তাঁদের কাছ থেকে এগুলি সকলে কেনেন তাহলে এঁরা উপকৃত হবেন। কারণ করোনায় এঁরা ভয়ংকরভাবে প্রভাবিত হয়েছেন।
এদিনের এই বার্তার মধ্যে দিয়ে ফের একবার সকলের মন জয় করে নিলেন পরোপকারী সোনু সুদ।