Sports

ফের ম্যাচ চলাকালীন মাঠেই উঠতি ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট মাঠে উঠতি ক্রিকেটারের মৃত্যুর খবর এখন একটি সময়ের ব্যবধানে বারবার শিরোনামে উঠে আসছে। বুধবার ফের এক যুব ক্রিকেটারের মৃত্যু হল মাঠেই। ম্যাচ চলাকালীন মৃত্যু হল তাঁর। বুধবার ময়দানে ম্যাচ চলছিল। ব্যাট করছিলেন বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের উইকেট কিপার ব্যাটসম্যান সোনু যাদব। ২২ বছর বয়সী এই উঠতি ক্রিকেটার আউট হওয়ার পর ডাগ আউটে ফেরেন। হেলমেট খোলার পর তাঁকে দেখে সতীর্থদের অসুস্থ বলে মনে হয়। তাঁরা জিজ্ঞেসও করেন সোনুর শরীর খারাপ করছে কিনা। না বললেও তারপরই সোনু যাদব মাটিতে লুটিয়ে পড়েন।

সোনু যাদবকে সকলে অ্যাম্বুলেন্সে নিয়ে ছোটেন এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। উঠতি ক্রিকেটারের এমন মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে আসে। সোনুর পরিবারের লোকজন থেকে ক্রিকেট মাঠের সতীর্থ খেলোয়াড় সকলেই হাসপাতালে হাজির হন। আসেন ক্লাবের কর্তারাও। তাঁর দেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়েই সোনুর মৃত্যু হয়।


পাইকপাড়ার মাঠে ওয়ার্মআপ চলাকালীন কদিন আগেই এক উঠতি ক্রিকেটারের মৃত্যু হয়। তার আগে বাজ পড়ে মৃত্যু হয় বিবেকানন্দ পার্কে অনুশীলনরত এক যুবা ক্রিকেটারের। এমন ঘটনা কিন্তু ক্রমশ অভিভাবক মহলে আতঙ্কের সৃষ্টি করছে। বহু পরিবার থেকেই সন্তানদের ক্রিকেট খেলতে পাঠান। কিন্তু যেভাবে একের পর এক ক্রিকেটারের মৃত্যু হচ্ছে মাঠে তাতে তাঁরাও শঙ্কিত।

এমনও বলা হচ্ছে যে একজন খেলোয়াড়কে তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অপ্রতুল হওয়াতেই এমন কাণ্ড ঘটছে। খেলোয়াড়দের নিয়মিত শারীরিক পরীক্ষা হচ্ছেনা। ফলে তাঁদের শরীরের সমস্যার কথা চাপাই থাকছে। তারমধ্যেই খেলতে নেমে ঘটে যাচ্ছে এমন মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিয়ে এবার বোধহয় ভাবার সময় এসেছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button