সংবাদমাধ্যম তো তাঁকে খারাপ ছেলে বলেই দিয়েছে। কিন্তু কখনও তাঁর বক্তব্য শোনার চেষ্টা হয়নি। তাঁর কথা জানার চেষ্টা হয়নি। অথচ সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে তাঁর সম্বন্ধে তার ৫ শতাংশও সত্য নয়। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের ক্ষোভ ও হতাশা তুলে ধরলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলি। তাঁর দাবি, জিয়া খানের মৃত্যুর ঘটনায় যেভাবে মিডিয়া তাঁকে আগেভাগেই কাঠগড়ায় চাপিয়ে দিয়েছে তা দুর্ভাগ্যজনক।
২০১৩ সালে মুম্বইয়ে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী তথা সূরজ পাঞ্চোলির প্রাক্তন প্রেমিকা জিয়া খানের ঝুলন্ত দেহ। মেয়ের মৃত্যুর জন্য সরাসরি সূরজ পাঞ্চোলিকে দায়ী করেন জিয়ার মা। মেয়েকে আত্মহত্যায় সূরজ পাঞ্চোলিই প্ররোচনা দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। মামলাটি আদালতে এখনও বিচারাধীন। আর সূরজ অপেক্ষা করছেন সেই মামলার রায় বার হওয়ার জন্য।
সংবাদমাধ্যমের প্রতি নিজের ক্ষোভ উগরে ২৮ বছরের যুবক সূরজ পাঞ্চোলির জানান, মিডিয়া তাঁকে সঠিক বিচার দিতে পারবেনা। মিডিয়া বিচার করার কেউ নয়। বিচার করবে আদালত। আর সেই আদালতের বিচারের ওপর তাঁর বিশ্বাস আছে। মিডিয়া তাঁকে ইতিমধ্যেই খারাপ ছেলে বলে চিহ্নিতও করে দিয়েছে বলে হতাশা ব্যক্ত করেন সূরজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা