Sports

চলে গেলেন বাংলার বর্ষীয়ান ক্রিকেটার

চলে গেলেন বাংলা ও রেলওয়েজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সৌমেন্দ্রনাথ কুণ্ডু। বৃহস্পতিবার কলকাতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে সৌমেন্দ্রনাথবাবুর বয়স হয়েছিল ৭৭ বছর।

সৌমেন্দ্রনাথ কুণ্ডু নিজের ক্রীড়া জীবনে ৩০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন। ১৯৫৮-৫৯ মরসুম থেকে ১৯৬৮-৬৯ মরসুম পর্যন্ত তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। নিজের ক্রিকেট কেরিয়ারে তিনি মোট ১২৭টি উইকেটের মালিক হন। সেরা পারফর্মেন্স ১০৪ রান দিয়ে এক ইনিংসে ৮টি উইকেট। নিজের ক্রিকেট জীবনে সৌমেন্দ্রনাথ কুণ্ডু ৩ বার ম্যাচে ১০টি উইকেট পান।


সৌমেন্দ্রনাথ কুণ্ডুকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৩-১৪ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। সেই সময় সিএবি-র প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়া। সৌমেন্দ্রনাথ কুণ্ডুর হাতে এই পুরস্কার তুলে দেন কিংবদন্তী ক্রিকেটার গুণ্ডাপ্পা বিশ্বনাথ।

সিএবি-র তরফে যুগ্মসচিব অভিষেক ডালমিয়া সৌমেন্দ্রনাথ কুণ্ডুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সৌমেন্দ্রনাথবাবুর মৃত্যু বাংলার ক্রিকেটের জন্য অপূরণীয় এক ক্ষতি। তিনি ছিলেন একজন ক্লাসিক লেগস্পিনার। তাঁর লেগব্রেক ও গুগলি অনেক সময়ই ব্যাটসম্যানদের পক্ষে সামলানো দুষ্কর ছিল বলে জানান অভিষেক ডালমিয়া।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button