সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন হল না গত ২৪ ঘণ্টায়। তাঁর অবস্থা সংকটজনক, তবে স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।
কলকাতা : কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। তাঁর রক্তে লোহিত কণিকার মাত্রা কমছে। একইভাবে কমের দিকে রয়েছে প্লেটলেট। যা চিন্তায় রেখেছে চিকিৎসকদের।
এই প্লেটলেট ও হিমোগ্লোবিন কমা রোখার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইউরিয়া ও ক্রিয়েটিনিন মাত্রা কমেছে। সৌমিত্রবাবুর কিডনি ও অন্যান্য অংশের স্বাভাবিক ক্রিয়া অব্যাহত রয়েছে। চিকিৎসকেরা মনে করছেন তাঁর কিডনি সুরক্ষিত রাখতে দীর্ঘমেয়াদি বন্দোবস্তের প্রয়োজন রয়েছে।
সৌমিত্রবাবু বড় একটা সাড়া দিচ্ছিলেন না। তাঁর মস্তিষ্কের চেতনা শক্তি সর্বতোভাবে কাজ করছে না। একথা মাথায় রেখে তাঁর জন্য তৈরি নিউরোলজি বোর্ড কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্বন্ধে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে।
তবে সার্বিকভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভাল নয়। তিনি কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁকে সুস্থ করে তুলতে লড়াই চালাচ্ছেন চিকিৎসকেরাও।
সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বোস এরমধ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর বাবার সম্বন্ধে বিভিন্ন সময় ছড়ানো ভুয়ো খবর নিয়ে।
এদিকে একমাস হল সৌমিত্রবাবু হাসপাতালে রয়েছেন। যার অধিকাংশ সময়টাই তিনি আইসিইউ-তে রয়েছেন। করোনা ধরা পড়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
করোনা পরে নেগেটিভ এলেও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা বাধ্য হয়ে তাঁকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখার পথে হাঁটেন।
গত ১ অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিও-তে সৌমিত্র চট্টোপাধ্যায় শ্যুটিংয়ে যান। পরের শ্যুটিংয়ের দিন ধার্য হয়েছিল ৭ অক্টোবর। কিন্তু তার আগেই তাঁর করোনা রিপোর্ট হাতে আসে।
গত ৫ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি হন হাসপাতালে। প্রথম দিকে কিছুটা সুস্থ থাকলেও তারপর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউতে রাখা হয়।
অনেকে মনে করছেন শ্যুটিংয়ে বার হওয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছে গোটা টলিউড সহ তাঁর আপামর অনুরাগী।