Entertainment

হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়কে জ্বর নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। বুধবার সকালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে পরিবারের লোকজন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা চিকিৎসা চালাচ্ছেন। অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে বলেই খবর।

সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। খবর পেয়েই টলিউডের অনেক ব্যক্তিত্বই হাসপাতালে হাজির হন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও কিন্তু নিজের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছেন। তাঁর একের পর এক সিনেমা এখনও মানুষকে নাড়া দিচ্ছে। নিজের কাজেই মেতে থাকেন তিনি।


কাজ নিয়ে থাকা সৌমিত্রবাবুকে বড় একটা অসুস্থ হতে টলিপাড়া দেখেনি। ফলে তিনি হাসপাতালে শোনার পর অনেকেই হতবাক হয়ে যান। টলিপাড়ার একজন অন্যতম বয়োজ্যেষ্ঠ তিনি। তারওপর বাংলা চলচ্চিত্রের এক অন্যতম সেরা অভিনেতা। এখনও তাঁর অভিনয় নাড়া দিয়ে যায় দর্শকদের। ফলে তাঁর অনুরাগীরাও চিন্তিত হন। অনেকেই জানার চেষ্টা করেন কেমন আছেন তাঁদের পছন্দের অভিনেতা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button