অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা, ভর্তি হাসপাতালে
করোনায় কাবু হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা : বাংলা সিনেমায় জগতের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা পরীক্ষা হয়েছিল। সেই রিপোর্ট আসার পর দেখা যায় তিনি করোনা পজিটিভ।
মঙ্গলবার সকালেই পরিবার জানতে পারে সৌমিত্রবাবুর করোনা রিপোর্ট পজিটিভ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। বেলভিউতে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁকে বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি পরিবার।
জানা যাচ্ছে, সৌমিত্রবাবু কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তারপরই চিকিৎসকের পরামর্শ মেনে তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট মঙ্গলবার হাতে আসে। তারপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল বলে জানতে পারা গেছে। সৌমিত্রবাবুর করোনা হওয়ার খবর পেয়ে বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই তাঁর খোঁজ নেন।
সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় শ্যুটিংয়ে ফিরেছিলেন। তারপরই তিনি সংক্রমণের শিকার হলেন। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণেই রেখেছেন চিকিৎসকেরা। বয়স বেশি হওয়াটা চিন্তায় রেখেছে চিকিৎসকদের।
টলিপাড়ায় অবশ্য করোনা অতিমারি শুরুর পর বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হলেন। অভিনেত্রী কোয়েল মল্লিক মা হওয়ার পরই আক্রান্ত হন।
তিনি একা নন, তাঁর সঙ্গে তাঁর স্বামী নিসপাল সিং, তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েলের মা দীপা মল্লিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁরা এখন সকলেই সুস্থ।
এরপর পরিচালক রাজ চক্রবর্তীরও করোনা ধরা পড়ে। তিনিও এখন সুস্থ। সিরিয়ালের কয়েকজন অভিনেতা করোনায় কাবু হয়েছেন। আবার সুস্থ হয়ে কাজেও ফিরেছেন।
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ প্রতিদিনই ৩ হাজারের ওপর রয়েছে। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা সবচেয়ে খারাপ। এখানে প্রতিদিন সবচেয়ে বেশি মানুষ সংক্রমণের শিকার হচ্ছেন। মৃত্যুও এখানেই সবচেয়ে বেশি হচ্ছে।
মঙ্গলবার দেশে সংক্রমণ কমলেও এ রাজ্যে কিন্তু সংক্রমণ সেই ৩ হাজার ৩০০-র ওপরই রয়েছে। যা কলকাতাবাসীকে চিন্তায় রেখেছে। চিন্তায় রেখেছে উত্তর ২৪ পরগনা সহ অন্যান্য জেলাকেও।
এখনও পরিস্কার নয় এ রাজ্যে কবে থেকে কমতে শুরু করবে সংক্রমণ ও মৃত্যু। কবে মিলবে কিছুটা রেহাই।