
ফের টেবিল টেনিসের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চলেছেন বাংলার টেবিল টেনিস তারকা সৌম্যজিৎ ঘোষ। গত বছর তাঁর ওপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। যার জেরে এবার এশিয়ান গেমসে অংশ নেওয়া হয়নি তাঁর। অবশেষে ২০১৮-র শেষে তাঁর ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল টিটিএফআই।
গত বছর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ড। সৌম্যজিতের প্রেমিকার সেই অভিযোগকে সামনে রেখে তোলপাড় শুরু হয়। মেয়েটির তোলা অভিযোগের কারণে সেসময়ে সৌমজিতের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণে নিষেধাজ্ঞা জারি করে টিটিএফআই। ২০১৮ সালের শুরুর দিকে সেই অভিযোগকারিণীকেই জীবনসঙ্গিনী বানান সৌম্যজিৎ।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সৌম্যজিৎ ঘোষ। নতুন বছরের শুরুতে কটকে বসতে চলা জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন তিনি। জানিয়েছেন আগামী দিনে বিদেশি বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা বলছেন। সেখানে সুযোগ পেলে খেলবেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)