তিনি অভিনেতা রজনীকান্তের মেয়ে। মেগাস্টারের মেয়ে। সেইসঙ্গে নিজেও অত্যন্ত গুণী মানুষ। তিনি চিত্রপরিচালক। আবার চোখ আটকে দেওয়া সুন্দরীও। সেই সৌন্দর্য রজনীকান্ত সুইমিং পুলের টলটলে জলে সাঁতারের পোশাকে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে রয়েছে তাঁর ছেলে। মা ও ছেলের সুইমিং পুলে স্নানের এই ছবির মধ্যে এক সুন্দর দিক রয়েছে। তবু এই ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পাওয়ার পর থেকেই তা প্রবল সমালোচনার শিকার হয়েছে। সমালোচনার ঝড় আছড়ে পড়েছে সৌন্দর্যকে নিয়ে। এমন প্রবল সমালোচনার মুখে দ্রুত ছবিটি সোশ্যাল সাইট থেকে সরিয়ে নেন সৌন্দর্য।
মা ও ছেলের সুইমিং পুলে স্নানের ছবির মধ্যে কোনও ভুল নেই, কিন্তু সৌন্দর্য ভুলে গিয়েছেন যে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলি প্রবল জল কষ্টে ভুগছে। এক বিন্দু জলের জন্য হাহাকার করছেন মানুষজন। মানুষের কাছে সামান্য জল পৌঁছে দিতে হিমসিম খাচ্ছে প্রশাসন। যেখানে জলের জন্য এমন কষ্টে ভুগছেন সকলে সেখানে সুইমিং পুলে স্নানের ছবি দেওয়াটা কেউ মেনে নিতে পারছেন না।
সৌন্দর্য ছবি সরিয়ে নেওয়ার পর ট্যুইট করে জানান, তিনি জানেন জলাভাব কোথায় গিয়ে পৌঁছেছে। তবে তাঁর ছবিটি দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই। শৈশব থেকেই শরীরকে বিভিন্ন কাজের মধ্যে রাখা শেখানো উচিত এই বার্তা পৌঁছে দেওয়া। ছবি পোস্ট করেও সৌন্দর্য কিন্তু সেই বার্তাই দিয়েছিলেন। কোচাদিয়ান সিনেমার পরিচালক ছবির তলায় লিখেছিলেন, ওদের দ্রুত শেখান, সাঁতার বাচ্চাদের অবশ্যই শেখা উচিত, জলে থাকা আনন্দের, তবে সবসময় সুরক্ষার দিকটা নিশ্চিত করে।
সৌন্দর্য হয়তো ভাল কিছু ভেবেই ছবি পোস্ট করেন। কিন্তু তার ফল যে উল্টোটা হবে তা বোধহয় তিনি আন্দাজ করতে পারেননি। ফলে দ্রুত ছবি সরানোর পাশাপাশি ট্যুইট করে কার্যত নিজের অবস্থানটা সকলের কাছে পরিস্কার করার চেষ্টা করেছেন তিনি। তাতে অবশ্য ড্যামেজ কন্ট্রোল হয়েছে কিনা তা জানতে পারা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা