ভোটাভুটি, টানটান বৈঠকের শেষে অনেক এগিয়ে থাকা ব্রিজেশ প্যাটেলকে স্লগ ওভারে হারিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সব ঠিকঠাক হলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণে তখনও কিছুটা সময় বাকি ছিল। ২৩ অক্টোবর ছিল সেই দিন যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। সেইমত বুধবার সকালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করলেন সৌরভ। সর্বভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফেও ট্যুইট করে জানানো হয় এদিন থেকে আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিসিসিআইয়ের নয়া সংবিধান অনুযায়ী সৌরভ আগামী ৯ মাস এই পদে থাকবেন। তারপর তাঁকে বাধ্যতামূলক কুলিং অফ-এ যেতে হবে। সেইমত আগামী বছরের জুলাই মাস পর্যন্ত তিনি বিসিসিআইয়ের মাথা হয়ে থাকবেন। এদিন তাঁর সঙ্গে বিসিসিআইয়ের সেক্রেটারি পদে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক হলেন জয়েশ জর্জ। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভাই অরুণ সিং ধুমল হলেন হিসাবরক্ষক।
গত ৩৩ মাস ধরে সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি বিসিসিআইয়ের দায়িত্ব সামলেছে। অবশেষে ৩৩ মাস পর ফের নতুন প্রেসিডেন্ট ও কমিটি পেল বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন বিসিসিআইয়ের ৩৯ তম প্রেসিডেন্ট। আগামী ৯ মাস তাঁর পরিচালনাতেই এগোবে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা। আপাতত তিনি ভারতীয় ক্রিকেটের উন্নতির দিকেই নজর দিতে চান বলে জানিয়েছেন সৌরভ। তাঁর সবচেয়ে বেশি নজর থাকবে প্রথম শ্রেণির ক্রিকেটের দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা