অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁর নেতৃত্বে দল এখন বিশ্বের ১ নম্বর ক্রিকেট দল। তিনি যে সাহায্য চাইবেন, বিসিসিআই তাঁকে দেবে। তাঁর সঙ্গে ক্রিকেট ভেন্যু নিয়েও কথা হবে। আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর মসনদে বসে প্রথম সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় এভাবেই বিরাট কোহলির প্রশংসা করলেন। সেইসঙ্গে সৌরভ জানিয়েছেন, পারফরমেন্সই শেষ কথা। পারফরমেন্স ভাল হলে সেই ক্রিকেটারকে আর কোনও প্রমাণ দিতে হবেনা।
সৌরভ এদিন ফের জানিয়েছেন তাঁর ঘরোয়া ক্রিকেটের ওপর নজর থাকবে। প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই ভাল ভাল খেলোয়াড় উঠে আসে। তবে তিনি এটাও বলেন যে ভারতীয় দল এখন যা পারফরমেন্স করছে তাতে দল পরিবর্তনের প্রয়োজন নেই। আইসিসি-র কাছ থেকে বিসিসিআই বেশ কিছু টাকাও পায়। সেই টাকা উদ্ধারের চেষ্টাও তিনি করবেন বলে জানিয়েছেন সৌরভ। সেইসঙ্গে জানিয়েছেন, বিসিসিআইয়ের পরিচালন ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন তিনি।
সৌরভ আরও জানিয়েছেন, তিনি যেভাবে ভারতীয় দলের নেতৃত্বে দিয়েছিলেন, সেইভাবেই তিনি বিসিসিআইয়েরও নেতৃত্বে দেবেন। এদিন তিনি অধিনায়ক থাকাকালীন ভারতীয় দলের যে ব্লেজার পরতেন, সেই ব্লেজার পরে সাংবাদিক সম্মেলনে হাজির হন সৌরভ। এদিকে সৌরভ যেভাবে অধিনায়কত্ব করতেন ঠিক সেইভাবেই তিনি বিসিসিআই পরিচালনা করবেন বলে এদিন আশা ব্যক্ত করেন শচীন তেন্ডুলকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা