করোনার সঙ্গে লড়াইয়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষজন সবচেয়ে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের সবচেয়ে বড় চিন্তা খাবার। ঠিকঠাক প্রতিদিন তাঁদের মুখে খাবার তুলে দিতে সরকারের পাশাপাশি অগ্রণী ভূমিকা নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। তারই প্রধান কার্যালয় বেলুড় মঠ। বুধবার সেখানেই হাজির হলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
দরিদ্রদের জন্য ২ হাজার কেজি চাল বেলুড় মঠে দান করেন তিনি। পরে সৌরভ ট্যুইট করে জানান, ২৫ বছর পর তিনি বেলুড় মঠে গেলেন। দরিদ্রদের জন্য দিয়ে এলেন ২ হাজার কেজি চাল। বেলুড় মঠে অবশ্য করোনার জেরে এখন সাধারণের প্রবেশ নিষেধ। কোনও পুজো দিতে পারবেননা কেউ। দুপুরে যে প্রসাদ বিতরণ হয় তাও বন্ধ। বন্ধ রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরও।
সৌরভ গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষকে এই ২১ দিনের লকডাউন মেনে চলার পরামর্শ দেন। বর্তমানে দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। এই অবস্থায় করোনাকে পরাস্ত করতে করোনা চেন ভেঙে দেওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞেরা। আর তা করতে গেলে পারস্পরিক মেলামেশা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। রাখতে হবে সামাজিক দূরত্ব। ঘরে থাকতে হবে সকলকে। তবেই আসবে সাফল্য।